Rahul Dravid: নতুন চুক্তিতে মেয়াদ কতদিন? নির্ধারিত হয়ে গেল কোচ দ্রাবিড়ের ভাগ্য

<p><strong>মুম্বই</strong>: বিশ্বকাপের পরই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তবে পুনরায় ভারতীয় দলের কোচের পদে বহাল থাকার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল রাহুল দ্রাবিড়কে। &nbsp;তিনি রাজিও হয়েছিলেন সেই প্রস্তাবে। &nbsp;তবে একটা ধোঁয়াশা রয়েই গিয়েছিল, আদৌ কতদিনের জন্য ভারতীয় দলের দ্বিতীয়বার কোচ হচ্ছেন দ্রাবিড়? &nbsp;এবার সেই প্রশ্নর, সেই ধোঁয়াশার যবনিকা টানলেন &nbsp;বোর্ডের সচিব জয় শাহ। &nbsp;দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ভারতীয় দল খেলে ফেরার পরই দ্রাবিড়ের ভাগ্য নির্ধারণ হবে।&nbsp;</p>
<p>উল্লেখ্য গত বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হেরে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয় রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে খেলা টিম ইন্ডিয়ার। &nbsp;এরপরই সোনা জেগে ছিল যে দ্রাবিড়কে আর কোচ হিসেবে দেখা যাবে না ভারতীয় দলের ড্রেসিংরুমে। &nbsp;এমনকি এটাও শোনা গিয়েছিল যে, &nbsp;এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণকেই হয়তো রোহিতদের কোচের হট সিটে দেখা যাবে। &nbsp;অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরের মাঠে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের কোচ &nbsp;হিসেবে দায়িত্বও সামলেছিলেন লক্ষ্মণ।&nbsp;</p>
<p>তবে ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে সমর্থকরা কেউই চাননি যে দ্রাবিড় কোচের পথ থেকে সরে দাঁড়াক। &nbsp;পরবর্তীতে সেটিই হয়। &nbsp;নির্বাচক কমিটির প্রধান অজিত আকার এবং বোস সচিব জয় স্যার সঙ্গে বৈঠকে &nbsp;বসেন অধিনায়ক রোহিত শর্মা ও রাহুল দ্রাবি এরপরই নির্ধারণ হয় যে, দ্রাবিড়কেই পুনরায় কোচের পদের জন্য প্রস্তাব দেওয়া হবে।&nbsp;</p>