Ration Scam: রেশন বণ্টন দুর্নীতিতে বালু – বাকিবুরের বিরুদ্ধে আগামী সপ্তাহেই চার্জশিট দেবে ইডি

রেশন দুর্নীতিতে গ্রেফতারির পর SSKMএ ‘চিকিৎসাধীন’ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছে ইডি। সূত্রের খবর আগামী সপ্তাহে যে কোনও দিন ব্যাঙ্কশাল আদালতে পেশ হতে পারে এই চার্জশিট। সেখানে বালুকে প্রধান সুবিধাভোগী বলে উল্লেখ করতে চলেছে ইডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতির তদন্ত শেষ করে ফেলেছে তারা। এবার পালা আদালতে চার্জশিট পেশের। আগামী সপ্তাহে যে কোনও দিন ব্যাঙ্কশাল আদালতের বিশেষ PMLA আদালতে পেশ হতে পারে এই চার্জশিট। চার্জশিটে ব্যবসায়ী বাকিবুর রহমানকে মূলচক্রী বলে উল্লেখ করতে চলেছে তারা। সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিককে প্রধান সুবিধাভোগী হিসাবে চার্জশিটে তুলে ধরবে ইডি।

চার্জশিটে উল্লেখ থাকতে পারে, জ্যোতিপ্রিয়র মদত ও প্রশ্রয়েই বাকিবুর প্রায় ৩০ কোটি টাকার দুর্নীতি করেছেন। রেশনের গম ও চাল খোলা বাজারে বিক্রি করে নয়ছয় করেছেন সরকারি অর্থের। তার পর সেই টাকা ঘুরপথে পাঠিয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। জ্যোতিপ্রিয়র মদত ছাড়া কোনও ভাবেই এই দুর্নীতি সম্ভব ছিল না বলে চার্জশিটে জানাতে পারে ইডি। সঙ্গে জ্যোতিপ্রিয়র পরিবারের সম্পত্তির খতিয়ানও তুলে ধরা হতে পারে আদালতে।

বলে রাখি, গত ২৭ অক্টোবর গ্রেফতারির পর থেকে এখনো আদালতে জামিনের আবেদন করেননি জ্যোতিপ্রিয়। বরং বারবার সরকারি হাসপাতালে ভর্তি হতে চেয়েছেন তিনি। অবশেষে সফল হয়েছে তাঁর সেই মনষ্কাম।