Teacher suspended: উত্তরপ্রদেশের স্কুলে ছাত্রের ‘রাম রাম’ অভিবাদনে বকাবকি করার দায়ে বরখাস্ত শিক্ষক

স্কুলের মধ্যে ‘রাম রাম’ বলে শিক্ষককে অভিবাদন জানিয়েছিল ছাত্র। তবে শিক্ষক পালটা ছাত্রকে অভিবাদন দেওয়ার পরিবর্তে তিরস্কার করলেন। এই ঘটনা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশের ফলে হাথরাস জেলার পারসারার সাইমা মনসুর সরকারি স্কুলে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে। ঘটনায় ওই শিক্ষককে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। এর পাশাপাশি ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষকের নাম মহম্মদ আদনান। ওইদিন একাদশ শ্রেণির একজন ছাত্র ওই শিক্ষিককে ‘রাম রাম’ বলে অভিবাদন জানিয়েছিল। কিন্তু, শিক্ষক আদনান তার কোনও উত্তর দেননি। পালটা ছাত্রকে তিনি হেনস্থা করেন বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। ঘটনার তীব্র প্রতিবাদ জানায় হিন্দু সংগঠনগুলি। শনিবার তারা স্কুলের গেটে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় এবং প্রতিবাদে হনুমান চালিসা পাঠ করে। এর ফলে স্কুলে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ বাহিনী। অবশেষে প্রতিবাদের মুখে পরে স্কুলের অধ্যক্ষ আদনানকে বরখাস্ত করেন। একইসঙ্গে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার পক্ষে ক্ষমা চান।

এদিকে, ঘটনার পর হাথরাসের জেলা শাসক অর্চনা ভার্মা একটি তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটিতে একজন এসডিএম এবং একজন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রয়েছেন। দুদিনের মধ্যে এই তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলেছেন তিনি। কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠকের পর স্কুলের অধ্যক্ষ সালমান কিদওয়াই বলেন, ‘উভয় সম্প্রদায়ের পড়ুয়ারা গত ৩০ বছর ধরে আমাদের স্কুলে পড়াশোনা করেছে। আমরা আগে কখনও এমন অভিযোগের মুখোমুখি হইনি। তবে আমরা মহম্মদ আদনানকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছি এবং প্রশাসন এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে।’

মহকুমা শাসক রভেন্দ্র কুমার জানান, ‘একটি শিশু তার শিক্ষককে ‘রাম রাম’ অভিবাদন জানিয়েছিল। কিন্তু, শিক্ষক জবাব দেননি।’  হাথরাসের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার সিং জানিয়েছেন, ঘটনাটি ৮ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসে। পুলিশ তদন্ত করেছে। কিন্তু, এখনও পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি। জেলাশাসক তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।