TMC Leader Assulted: হাড়োয়ায় নিজের এলাকায় দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খেলেন TMCর অঞ্চল সভাপতি

নিজের এলাকায় চায়ের দোকানে বসে বেধড়ক মার খেলেন এক তৃণমূল নেতা। ধোলাইয়ের চোটে তাঁকে ভর্তি করতে হল কলকাতার হাসপাতালে। ঘটনা বসিরহাটের হাড়োয়া থানা এলাকার শালিপুর বাজার। শালিপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রধান তারিকুল ইসলামের ওপরে হামলা হয়। তবে কারা তাঁর ওপরে হামলা চালিয়েছে তা বলতে পারছেন না আক্রান্ত তৃণমূল নেতা। বিরোধীদের দাবি, ওই এলাকায় বিরোধী বলে কিছু নেই। তৃণমূলের হাতেই মার খেয়েছেন তিনি।

অন্যান্য দিনের মতো শনিবার সন্ধ্যাতেও দলের কয়েকজন কর্মীর সঙ্গে শালিপুর বাজারে চায়ের দোকানে বসেছিলেন তারিকুল। তখন সেখানে আসে বেশ কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, তারা তারিকুলের ওপরে চড়াও হয়। টেনে চায়ের দোকান থেকে বার করে তারা। এর পর রাস্তায় ফেলে এলোপাথাড়ি পেটানো হয় তৃণমূলের অঞ্চল সভাপতিকে।

স্থানীয় দোকানদার ও দলীয় কর্মীরা তাঁকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হাসপাতালের বেডে বসে তারিকুল বলেন, আমি অন্যান্য দিনের মতো চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ কয়েকজন যুবক এসে আমাকে টেনে বার করে আক্রমণ করে। যথেচ্ছ লাথি, ঘুসি মারার পর আমাকে ফেলে রেখে পালায়। নিজের এলাকায় এভাবে আক্রান্ত হব কোনও দিন ভাবিনি। যারা হামলা চালিয়েছে তাদের কাউকে আমি চিনি না। ফলে কে বা কারা হামলা চালিয়েছে তা বলতে পারব না।

বিরোধীদের দাবি, হাড়োয়ায় তৃণমূল ছাড়া অন্য কোনও দলের কোনও অস্তিত্ব নেই। ওখানে ভেড়ির দখল নিয়ে তৃণমূলের সঙ্গে তৃণমূলেরই লড়াই চলছে। তার বখরা নিয়ে বিবাদের জেরেই এই হামলা হয়ে থাকতে পারে।