Amit Shah attacks opposition: ৩৭০ ধারা ফেরাবে INDIA? হাসিমুখে বিক্রম শাহের, নেহরুর কথায় চাপে ফেললেন কংগ্রেসকে

ডিএমকের সাংসদ তিরুচি শিবা থেকে কংগ্রেস – সোমবার রাজ্যসভায় শাহ বিক্রমের সাক্ষী থাকলেন বিরোধীরা। সংবিধানের ৩৭০ ধারা রদ নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের মধ্যেই সংসদের উচ্চকক্ষে তিরুচি প্রশ্ন করেন, ইন্ডিয়া জোট যদি ভোটে জিতে ক্ষমতায় এসে সংবিধানের ৩৭০ ধারা ফিরিয়ে আনে, তখনও কি তাঁদের কণ্ঠস্বর রুদ্ধ করে দেবেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়? সেই প্রেক্ষিতে শাহ খোঁচা দেন, এটা কি ডিএমকে নাকি ইন্ডিয়া জোটের পরিকল্পনা, সেটা তিরুচি স্পষ্ট করে দিলে ভালো হয়। আবার পরে জম্মু ও কাশ্মীর বিল নিয়ে জবাব দেওয়ার সময় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উক্তি তুলে ধরে কংগ্রেসকে কোণঠাসা করে দেন শাহ। তিনি দাবি করেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করে নিয়েছিলেন যে জম্মু-কাশ্মীরে সংঘর্ষবিরতি চুক্তি কার্যকর করে এবং কাশ্মীর ইস্যুকে রাষ্ট্রসংঘের মঞ্চে নিয়ে গিয়ে ভুল করেছিলেন।

রাজ্যসভায় তিরুচি বনাম শাহ

সোমবার রাজ্যসভায় ইন্ডিয়া জোটের অন্যতম দল ডিএমকের সাংসদ তিরুচি বলেন, ‘প্রথমে উনি যখন ৩৭০ ধারা রদ নিয়ে উনি কথা বলছিলেন, তখন হস্তক্ষেপ করেন আপনি। আর আপনি বলেন যে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কথা বলছেন তিনি। ধরুন, ইন্ডিয়া জোট ভোটে জিতে ক্ষমতায় আসে এবং সংবিধানের ৩৭০ ধারা ফিরিয়ে আনা হয়, তাহলে…………।’

আরও পড়ুন: Amit Shah on PoK: ‘PoK হামারা হ্যায়, তাই কাশ্মীর বিধানসভায় ২৫ আসন রেখে দেওয়া আছে, সংসদে হুঙ্কার অমিত শাহের

তিরুচির সেই কথা শেষ হওয়ার আগেই নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি কি ডিএমকের কর্মসূচির কথা বলছেন যে ৩৭০ ধারা ফিরিয়ে আনা হবে নাকি পুরো ইন্ডিয়া জোটের কথা বলছেন। সেটা স্পষ্ট করে দিলে ভালো হয়।’ তারপর তিরুচি বলেন, ‘আমরা ৩৭০ ধারা রদের বিরোধী।’

নেহরুর ‘দোষস্বীকার’ নিয়ে কংগ্রেসকে কোণঠাসা শাহের

সোমবার রাজ্যসভায় শাহ দাবি করেন, কাশ্মীর ইস্যুতে যে দুটি বড় ভুল করেছিলেন, তা স্বীকার করে নিয়েছেন ভারতের প্রধান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি একটা উদ্ধৃতি পড়ছি। রাষ্ট্রসংঘে যে অভিজ্ঞতা হল, সেটার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ওখান থেকে কোনও সন্তোষজনক ফলাফলের আশা করা যায় না। সংঘর্ষবিরতি চুক্তি করার যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা ভালো সিদ্ধান্ত মনে হয়েছিল। কিন্তু এই বিষয়টা আমরা ঠিকভাবে সামলাতে পারিনি। ঠিকভাবে পরিস্থিতিটা আমরা পড়তে পারিনি। আরও কিছুটা ভাবনাচিন্তা আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত।’

আরও পড়ুন: Amit Shah on Article 370: এখনও ৩৭০ ধারার পক্ষে থাকলে যে কয়েকজন পড়ে আছেন, তাঁরাও থাকবেন না, বিরোধীদের খোঁচা শাহের

শাহ দাবি করেন, তিনি যে উদ্ধৃতি পড়েছেন, সেটা বলেছিলেন স্বয়ং নেহরু। ‘এবার তো ওঁনার কথা মেনে নেবেন। এবার তো মানবেন যে উনি ভুল করেছিলেন।’ সেইসঙ্গে কোথা থেকে ওই উদ্ধৃতি নিয়েছেন, তা পড়ে শোনান শাহ। যিনি গত সপ্তাহেও একইসুরে কংগ্রেসকে আক্রমণ শানিয়েছিলেন। সেইসময় শুধুমাত্র জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা রদ নিয়ে সুপ্রিম কোর্টের রায় আসেনি। আজ রায়দান হয়ে গিয়েছে।