Mamata Nephew Wedding: ভোট নয়, সভা নয়, মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়ে! ভিআইপির মেলা দেখেই বুঝে ফেলেছে পাহাড়

বিয়ে তো অনেকেরই হয়। জমকালো বিয়ের অনুষ্ঠানও হয়। কার্শিয়াংয়েও হয়। কিন্তু এই জমকালো ঠিক যেমন আর পাঁচটা জমকালো হয় তেমনটা নয়। এই বিয়েকে কেন্দ্র করে আচমকাই গোটা কার্শিয়াং পাহাড় জুড়ে যেন হইহই একটা ব্যাপার।

আর গত কয়েকদিন ধরে পাহাড়ের মানুষ বিলক্ষণ জেনে গিয়েছেন কার্শিয়াংয়ের কার বিয়ে। না সবাই যে ঠিকঠাক জানেন এমনটাও নয়। পাহাড়ে কান পাতলে শোনা যাচ্ছে বিয়েটা কার সেটা নাকি গুলিয়ে ফেলেছেন কেউ কেউ।আসলে ভাইপো শব্দটা ঘিরেই বিভ্রান্তিটা। তবে পরে অবশ্য বুঝে গিয়েছেন অনেকেই। 

তবে মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়ে এটা জেনে গিয়েছেন সবাই।  পাহাড়ের জামাই হলেন আবেশ বন্দ্যোপাধ্য়ায়। তাঁর একাধিক পরিচয় রয়েছে। তিনি মুখ্য়মন্ত্রীর ভাইপো। তিনি পেশায় চিকিৎসক। তবে তাঁর ছবি বড় একটা দেখেননি কার্শিয়াংয়ের লোকজন। তবে গত কয়েকদিন ধরেই এই হাই প্রোফাইল বিয়েকে ঘিরে পাহাড়ের ঘরে ঘরে চর্চা।

খোদ মুখ্য়মন্ত্রীর ভাইপো বলে কথা। পুলিশ, প্রশাসন একেবারে তটস্থ হয়ে রয়েছে। একটু পান থেকে চুন খসলেই বড় কাণ্ড হয়ে যাবে। ঠান্ডার মধ্যে রাস্তায় পুলিশের কড়া নজরদারি। ঘন ঘন সরকারি গাড়ির যাতায়াত। ভোট নয়, সভা নয়, শুধুই বিয়ে। পাহাড়ের অধিকাংশ হোটেল, রিসর্ট অতিথিশালাতে বিয়ের অতিথিতে, সরকারি কর্তারাই বুক করে রেখেছেন। তবে খোদ মুখ্য়মন্ত্রী এই বিয়েকে একেবারেই ব্যক্তিগত রাখতে চেয়েছেন। তিনি নিজে মকাইবাড়ি চা বাগানের অতিথিশালায় ছিলেন। বিয়ের অনুষ্ঠানে তিনি সরাসরি যাননি। তবে সেই বিয়েতে তিনি না গেলেও ভীষণরকমভাবে রয়েছেন তিনি।

তিনি ফিরহাদ হাকিম। ববি হাকিমই তো বরকর্তা। সবদিক যাতে ঠিকঠাক থাকে তার ব্যবস্থা তিনি করছেন। তাঁর স্ত্রীও সবসময় নজর রেখেছেন। জিটিএ প্রধান অনীত থাপাও সভাসদদের নিয়ে হাজির বিয়েতে। তিনি মমতা ঘনিষ্ঠ বলেই পরিচিত পাহাড়ে। মমতা বলেছেন পাহাড়ের সঙ্গে রক্তের সম্পর্ক তৈরি হল। কার্শিয়াংয়ের দীক্ষা ছেত্রী কাটোয়ালের সঙ্গে বিয়ে হল আবেশের। দীক্ষার বাবা কার্শিয়াং পুরসভার কর্মী। ডাক্তারি পড়ার সময় তাঁদের মধ্যে আলাপ। কালীঘাটে ব্যানার্জি বাড়ির বউ হচ্ছেন তিনি।

এদিকে এই বিয়েকে ঘিরে সরকারি কর্মী আধিকারিকদের এই তৎপরতাকে ঘিরে কটাক্ষ করেছেন বিরোধীরা। তাঁদের মতে, এটা রাজ্য সরকার পোষিত বিয়ে।