New Criminal Law Bills: IPC-র উত্তরসূরি ন্যায় সংহিতা-সহ ৩ বিল নতুন করে আসছে সংসদে, মঙ্গলবার পেশ শাহের

সংসদের বাদল অধিবেশনের সময় আনা তিনটি বিলে কয়েকটি সংশোধন করতে চলেছে কেন্দ্র। বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছেন, স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’, ‘ভারতীয় ন্যায় সংহিতা বিল’ এবং ‘ভারতীয় সাক্ষ্য বিল’-এ কয়েকটি সংশোধন করা হয়েছে। যা মঙ্গলবার নতুন করে সংসদে পেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সবকিছু ঠিকঠাক থাকলে এবারের শীতকালীন অধিবেশনেই সেই তিনটি পাশ করিয়ে নেওয়া হবে বলে আশাপ্রকাশ করেছেন বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা।

গত ১১ অগস্ট সংসদের বাদল অধিবেশনের সময় ব্রিটিশ জমানার ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে (ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি) ‘ভারতীয় ন্যায় সংহিতা বিল’, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের (সিআরপিসি) পরিবর্তে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে ‘ভারতীয় সাক্ষ্য বিল’ আনা হয়েছিল। যা পরবর্তীতে পাঠানো হয়েছিল স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে। ৬ নভেম্বর স্থায়ী কমিটির যে রিপোর্ট গৃহীত হয়েছিল, তাতে মোট ৫০টি সংশোধনের সুপারিশ করা হয়েছিল।

আরও পড়ুন: MHA to review more pre-Independence acts: CrPC, IPC-র পর এবার ব্রিটিশ জমানার একাধিক আইন বদলের ভাবনা শাহের মন্ত্রকের

সেই রিপোর্টের আগেই ২৫ অক্টোবর ‘হিন্দুস্তান টাইমস’-র প্রতিবেদনে জানানো হয়েছিল যে মূলত দুটি বিষয়ের জোর উপরে জোর দিয়েছেন সংসদের স্থায়ী কমিটি। প্রথমত, লিঙ্গভেদে ব্যভিচারকে অপরাধ হিসেবে গণ্য করার (ভারতীয় দণ্ডবিধির ৪৯৭) সুপারিশ করা হয়েছিল। দ্বিতীয়ত, পুরুষ, মহিলা এবং ট্রান্সজেন্ডারদের মধ্যে সম্মতি ছাড়া যৌনতা এবং পশুর সঙ্গে যৌনতার বিষয়টিও যাতে অপরাধ হিসেবে গণ্য করা হয়, সেই সুপারিশ করা হয়েছিল সংসদীয় কমিটির রিপোর্টে।

যদিও শেষপর্যন্ত মঙ্গলবার সংসদে নতুন করে যে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’, ‘ভারতীয় ন্যায় সংহিতা বিল’ এবং ‘ভারতীয় সাক্ষ্য বিল’ পেশ করতে চলেছেন শাহ, তাতে ওই দুটি সুপারিশ আছে কিনা, তা স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে মুখ খোলেননি সংশ্লিষ্ট আধিকারিকরাও। এক আধিকারিক শুধু বলেছেন, ‘(সংসদীয় স্থায়ী কমিটির) সুপারিশের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা বিল, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য বিলে সংশোধনী আনা হয়েছে। যা আরও দুটি বিলের সঙ্গে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ সংসদে পেশ করা হবে।’

আরও পড়ুন: Amit Shah on Article 370: এখনও ৩৭০ ধারার পক্ষে থাকলে যে কয়েকজন পড়ে আছেন, তাঁরাও থাকবেন না, বিরোধীদের খোঁচা শাহের

মঙ্গলবার কী কী বিল পেশ করবেন শাহ? বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছেন যে মহিলাদের জন্য ৯০টি আসন-বিশিষ্ট জম্মু ও কাশ্মীর বিধানসভার ৩৩ শতাংশ সংরক্ষণ এবং পুদুচেরি সংক্রান্ত একটি বিল পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।