Siberian tigers in Darjeeling: শীতে দার্জিলিং চিড়িয়াখানায় দেখা মিলবে জোড়া সাইবেরিয়ান বাঘের

এবার শীতে দার্জিলিঙের পদ্মজা নাইডুল হিমালয়ান জুওলজিক্যাল পার্কের বিশেষ আকর্ষণ হবে সাইবেরিয়ার জোড়া বাঘ। শনিবার বাঘ দুটি সাইপ্রাসের পাফস থেকে বিমানে করে কলকাতায় এসে পোঁছায়। জানা গিয়েছে গাড়িতে করে তাদের শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে। সেখানে থেকে তাদের পৌঁছে দেওয়া হবে চিড়িয়াখানায়। 

শনিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বাঘ দুটিকে সাইবেরিয়া থেকে কলকাতা বিমানবন্দরে আনা হয়। তাদের একজনের নাম লারা এবং অন্যজনের নাম আকামাস। দু’জনের এক বছরের কিছু বেশি। দুই বাঘের বদলে ভারতের পক্ষ থেকে তাদের দেওয়া হয়েছে দুটি লাল পান্ডা। 

জানা গিয়েছে, বাঘ দুটিকে কাঠের বাক্স করে বিমানে কলকাতায় আনা হয়। তার শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে  যাওয়া হবে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। সেখান থেকে অন্য একটি অ্যাম্বুলেন্সে করে তাদের চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হবে। কোন ভাবেই তাদের যাতে অসুবিধা না হয়, তা জন্য তাদের এই ভাবে আনা হচ্ছে। অ্যাম্বুলেন্সে একজন চিকিৎসকও থাকবেন, যাতে তাদের কোনও রকম অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে। 

চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, দার্জিলিঙে পৌঁছনোর পর তাদের এক মাস কোয়ারেন্টাইনে রাখা হবে। তার পর তাদের ছাড়া হবে নির্দিষ্ট খাঁচায়।

(পডুন। দু’‌কেজি ওজনের হাতির দাঁত–সহ গ্রেফতার তিন, শিলিগুড়িতে বন দফতরের সফল অপারেশন) 

এই প্রসঙ্গে দার্জিলিং চিড়িয়াখানার দায়িত্বে থাকা বাসবরাজ হোলাইচি বলেন, ‘আমাদের পক্ষ থেকে এক জোড়া রেড পান্ডা পাঠানো হয়েছে। তার পরিবর্তে এই এক জোড়া বাঘ আমরা পেতে চলেছি।’

প্রসঙ্গত, কয়েক বছর আগে, পদ্মজা নাইডুল হিমালয়ান জুওলজিক্যাল পার্কে একটি সাইবেরিয়ান বাঘ থাকলেও কয়েক বছ আগে তাদের মৃত্যু হয়। তাই আবার নতুন করে বাঘ আনার জন্য সাইপ্রাসের কাছে আবেদন জানানো হয়। তার পর দ্বিপাক্ষিক আলোচনায় দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বাঘের বদলে দুটি রেড পান্ডা দেওয়া প্রস্তাব দেওয়া হয়। দার্জিলিং চিড়িয়াখানায় নটি পুরুষ এবং ১৫টি মেয়ে রেডপান্ডা রয়েছে।  এরমধ্যে ছয় বছর বয়সি একটি পুরুষ এবং একটি দুই বছর বয়সি রেডপান্ডাকে সাইপ্রাসে পাঠানো হয়েছে।