চুয়াডাঙ্গায় এবার ১ লাখের বেশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮ টায় জেলার বিভিন্ন স্থানে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত শিশুদের নীল ও লাল রংয়ের ভিটামিনন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। চুয়াডাঙ্গা জেলার এবার মোট এক লাখ ৪৫ হাজার ৮৪৫ জন শিশুদের এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন ডা. সাজাত হাসান জানান, চুয়াডাঙ্গায় ৬ মাস থেকে ১১ মাস ও ১ থেকে ৫ বছরের সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো চলছে। চুয়াডাঙ্গায় এ কর্মসূচি শতভাগ সফল করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যে। চুয়াডাঙ্গা জেলায় এবার মোট ১ লাখ ৪৫ হাজার ৮৪৫ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো চলছে।

এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মোট ৯৬টি অস্থায়ী এবং স্থায়ী ৩ কেন্দ্র খোলা হয়েছে এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের খাওয়ানোর জন্য। এখানে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর জন্য  কর্মীর সংখ্যা আছে ২৯০ জন। স্বেচ্ছাসেবকের সংখ্যা এবার এক হাজার ৮১২ জন। প্রথম সারির টি তত্ত্বাবধায়কে আছে ১১৮ জন। এই কর্মসুচি আজ চলবে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।



সালাউদ্দিন/সাএ