দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল ৭টার দিকে কুয়াশা কমলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। তবে দীর্ঘক্ষণ ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তে ছোট, বড় বিভিন্ন ধরনের প্রায় দুই-তিন শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী, চালকদের তীব্র শীতে ভোগান্তিতে পড়তে হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক আলিম দাইয়্যান জানান, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এ নৌপথে ছোট-বড় ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।