East Bengal Club Decides To Give Membership Alolika Bhattacharjee Guha Impressed By Her Smile Simplicity

কলকাতা: মালবাজারের মেয়ে, কলকাতার বউমা। তিনি আলোলিকা ভট্টাচার্য গুহ (Alolika Bhattacharjee Guha)। তিনিই সেই বাঙালি মেয়ে, যিনি নিজের প্রাণখোলা হাসি, সারল্য ও অনর্গল কথায় মন গলিয়েছেন বলিউডের শাহেনশাহর (Amitabh Bachchan)। জনপ্রিয় ক্যুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (Kaun Banega Crorepati) হটসিটে বসে দিয়েছেন একের পর এক প্রশ্নের উত্তর। তারপর হয়েছেন ভাইরাল। এবার তাঁকে বিশেষ ‘সম্মান’ দিতে প্রস্তুত ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। আলোলিকাকে সদস্যপদ (membership) দিতে চায় লাল-হলুদ।

আলোলিকাকে সদস্যপদ দেওয়ার ভাবনা ইস্টবেঙ্গল ক্লাবের

নিজে সোশ্যাল মিডিয়ায় নেই। তবে সেই সোশ্যাল মিডিয়াতেই তিনি ভাইরাল। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র যে পর্বে তাঁকে দেখানো হয়, তার একটি অংশ এক্স (পূর্ববর্তী ট্যুইটার) প্ল্যাটফর্মে শেয়ার করেন এক ব্যক্তি যা রিশেয়ার করেন স্বয়ং অমিতাভ বচ্চন। সেই ক্লিপেই বারবার আলোলিকাকে বলতে শোনা যায়, ‘জয় হো কেবিসি’। নিজে ওই ভিডিও রিট্যুইট করে অমিতাভও লেখেন, ‘জয় হো’। ব্যাস! একে বিগ বি-র শেয়ার করা ভিডিও, তার ওপর আলোলিকার এমন আলো ছড়ানো হাসি, হুড়মুড়িয়ে ভাইরাল হয়ে যান তিনি।

আলোলিকার সারল্যে মুগ্ধ ইস্টবেঙ্গল ক্লাবও। খবর মেলে তাঁকে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে সদস্যপদ দেওয়ার কথা ভাবা হচ্ছে। এই ব্যাপারে এবিপি লাইভের তরফে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা ওঁকে ফোন করেছিলাম। কথা হয়েছে আমার সঙ্গে। সেই একই হাসি, তার ভিতরে সেই সারল্য, খুব মুগ্ধ হয়েছি আমরা। আমার নাম শুনে সঙ্গে সঙ্গে আলোলিকা বলেন, ‘আমিও বাঙাল এবং ইস্টবেঙ্গল সমর্থক। আমার স্বামীও খেলাধুলো ভীষণ ভালবাসেন। আপনাকে ও চিনতে পারবে।’ আমি সপরিবারে ওঁদের আমন্ত্রণ জানিয়েছি, ওঁদের ৪ বছরের সন্তানকে নিয়ে আসতে বলেছি।’ তিনি আরও বলেন, ‘আমি বলেছি ওঁকে আসতে। হাসিটা তো আমাদের পৃথিবী থেকেই প্রায় হারিয়ে গেছে। হাসিও স্পোর্টসের একটা অঙ্গ। যত হাসবে তত ফুসফুস পরিষ্কার হয়। তাই ওঁকে বলেছি, ‘তুমি এসো, তোমাকে আমরা সদস্য করতে চাই।’ আমার সঙ্গে এই কথা হয়েছে। ও কথা দিয়েছে একদিন ফোন করে আসবে।’

আরও পড়ুন: KBC 15: ‘বচ্চন স্যার এত হাসেন দেখে আমি অবাক’, মন্তব্য ‘ভাইরাল’ KBC প্রতিযোগী মালবাজারের আলোলিকার

সদস্যপদ গ্রহণ করবেন আলোলিকা? তাঁর কী প্রতিক্রিয়া? এবিপি লাইভকে ফোনে আলোলিকা বলেন, ‘আমি তো খুবই আনন্দিত ওঁর (দেবব্রত সরকার) ফোন পেয়ে। আমার স্বামী ভীষণ ভালবাসেন খেলাধুলো। বিশেষ করে ফুটবল। পাড়ার ফুটবল ম্যাচ তিনি নিয়ম করে অংশ নেন।’ স্বামী বাড়ি ফিরলে তাঁকে এই খবর দেবেন আলোলিকা।  তিনি নিজেও বাঙাল, ইস্টবেঙ্গলেরই সাপোর্টার। তাঁর কথায়, ‘আমি তো খুশিই, ও প্রচণ্ড খুশি হবে আমি জানি’। স্বামীর সঙ্গে কথা বলেই পরের সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। তবে এই সম্মান পাওয়ার কথায় তিনি যে উচ্ছ্বসিত তা ফোনেও স্পষ্ট, ফের শোনা গেল সেই ঝলমলে মনভোলানো হাসি। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।