FIH Hockey Men’s Junior World Cup 2023: India Beat Netherlands 4-3 In Thrilling Quarter-final Encounter

কুয়ালালামপুর: যুব হকি বিশ্বকাপের (FIH Hockey Men’s Junior World Cup 2023) কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। শেষ চারে তারা খেলবে জার্মানির বিরুদ্ধে।

মঙ্গলবার শেষ মুহূর্তে গোল করে জিতল ভারত। ৬ ফুট ৩ ইঞ্চির তরুণ অরিজিত সিংহ হুন্দল মঙ্গলবার গোল না করলে ভারতের সেমিফাইনালে ওঠাই হতো না। গতবারও সেমিফাইনালে জার্মানি এবং ভারত মুখোমুখি হয়েছিল। সে বার ৪-২ গোলে জিতেছিল জার্মানি। তাই এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ ভারতের।

কোয়ার্টার ফাইনালে শুরুটা ভাল হয়নি ভারতের যুব হকি দলের। ক্লান্ত লাগছিল তাঁদের। রক্ষণাত্মক মানসিকতা নিয়ে খেলছিলেন তাঁরা। আক্রমণে কোনও ঝাঁঝ ছিল না। নেদারল্যান্ডস অনেকটাই এগিয়ে ছিল ভারতের থেকে। দ্বিতীয়ার্ধে দলকে বেশি করে আক্রমণে উঠতে বলেন কোচ সিআর কুমার। হুন্দলই দলের চেহারা বদলে দেন। দলকে চাঙ্গা করে দেন তিনি। হুন্দলের বল ছাড়া দৌড়, শক্তিশালী শট আবার ভারতকে ম্যাচে ফেরায়। পেনাল্টি স্পট থেকে একটি গোলও করেন তিনি। তিনিই ম্যাচে পার্থক্য গড়ে দেন।                                 

 

হুন্দল একা নন, আরও অনেকেই দলের জয়ে অবদান রাখেন। প্রথম ৩০ মিনিটে গোলরক্ষক মোহিত শশীকুমার দু’টি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। নেদারল্যান্ডসের আক্রমণ ভোঁতা করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রোহিত। নেদারল্যান্ডসের স্ট্রাইকারদের আটকে দিচ্ছিলেন তিনি। সেই সঙ্গে অবশ্যই প্রশংসা করতে হবে বিষ্ণুকান্ত সিংহ এবং উত্তম সিংহের। তাঁরাই জয়ের গোলটি করেন। খেলা শেষের ৩ মিনিট আগে পর্যন্ত দুই দল ৩-৩ গোলে ড্র ছিল। সেই সময় গোল করে ম্যাচ জিতল ভারত।                              

আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।