IND vs SA Match Highlights: ব্যর্থ সূর্য-রিঙ্কুর ইনিংস, আগ্রাসী ব্যাটিং করে টি-২০ সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

<p><strong>এবেখা:&nbsp;</strong>মেঘলা আকাশ। স্যাঁতস্যাঁতে আবহাওয়া। আর সেই পরিস্থিতিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নাকি দুই ওপেনারই ফিরে গিয়েছেন কোনও রান না করে। প্রথমে যশস্বী জয়সওয়াল। ৩ বল খেলে মার্কো জানসেনের বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে। তারপর শুভমন গিল। লিজাড উইলিয়ামসের বলে এলবিডব্লিউ হয়ে। ৬/২ হয়ে যাওয়ার পরেও ব্যাট হাতে লড়াই চালালেন সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিংহ। দুজনেই আগ্রাসী মেজাজে ব্যাট করে হাফসেঞ্চুরি করলেন। তবু শেষরক্ষা হল না। দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে পরাস্ত হল ভারত (IND vs SA)। সেই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে পড়ল ০-১ ব্যবধানে।</p>
<p>প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৮০/৭। ১৯.৩ ওভারে। বৃষ্টি নামায় ইনিংসের শেষ তিন বল খেলা হয়নি। ম্যাচ শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে পর্যন্ত ঝিরঝির করে বৃষ্টি পড়েছে এবেখায়। যা দেখে ক্রিকেটপ্রেমীরা আশঙ্কিত হয়েছেন, ডারবানের মতো ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচও ভেস্তে যাবে না তো! সামনের বছর ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারত ও দক্ষিণ আফ্রিকা – দুই দলের হাতেই পড়ে রয়েছে মাত্র ৫টি করে&nbsp; আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।</p>
<p>তবে শেষ পর্যন্ত বরুণদেবের কৃপায় ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়েই। আর স্যাঁতস্যাঁতে আবহাওয়াতেও ভারতের দুই ব্যাটার প্রমাণ করে দিলেন, তাঁদের ব্যাটের বারুদ ঝিমিয়ে পড়েনি। প্রথমজন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। <a title="হার্দিক পাণ্ড্য" href="https://bengali.abplive.com/topic/hardik-pandya" data-type="interlinkingkeywords">হার্দিক পাণ্ড্য</a>র (Hardik Pandya) অনুপস্থিতিতে যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>কে নেতৃত্ব দিচ্ছেন। ২৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন স্কাই। শেষ পর্যন্ত ৩৬ বলে ৫৬ রান করে আউট হন সূর্যকুমার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ হাফসেঞ্চুরি স্কাইয়ের। তিনি স্পর্শ করলেন জনি বেয়ারস্টো, মহম্মদ রিজ়ওয়ান ও ডেভিড ওয়ার্নারকে। তবে বাকিদের চেয়ে কম ইনিংস খেলে প্রোটিয়াদের বিরুদ্ধে চতুর্থ হাফসেঞ্চুরি হল সূর্যকুমারের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ টি-টোয়েন্টি ম্যাচে চতুর্থ হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫৬ ইনিংসে ২০০০ রান হয়ে গেল স্কাইয়ের। তিনি ধরে ফেললেন বিরাট কোহলির কীর্তি। কোহলির সঙ্গে যৌথভাবে সূর্যকুমার এখন টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের দ্রুততম ব্যাটার হিসাবে ২ হাজার রানের মালিক। প্রথম ভারত অধিনায়ক হিসাবে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি ম্যাচে হাফসেঞ্চুরি করলেন সূর্য।</p>
<p>দ্বিতীয়জন রিঙ্কু সিংহ (Rinku Singh)। মাত্র ৩০ বলে ৫০ রান করেন। ১৯তম ওভারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রামকে পরপর ২ বলে ২ ছক্কা মারলেন। তার মধ্যে একটি ছক্কা বোলারের মাথার ওপর দিয়ে উড়ে গিয়ে পড়ল প্রেস বক্সে। ছক্কার বলের ধাক্কায় ভেঙে গেল প্রেস বক্সের কাচ।</p>
<p>যদিও শেষ হাসি তোলা রইল প্রোটিয়াদের জন্যই। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে পরিবর্তিত লক্ষ্য দাঁড়িয়েছিল ১৫ ওভারে ১৫২ রান। ৭ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ দক্ষিণ আফ্রিকার। রিজা হেনড্রিকস ২৭ বলে ৪৯ রান করেন। ১৭ বলে ৩০ এইডেন মারক্রামের। মিলার ১২ বলে ১৭ রান করেন। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে ১ উইকেট নেওয়া তাবারেজ শামসি ম্যাচের সেরা হয়েছেন।</p>
<p><strong>আরও পড়ুন:&nbsp;<a title="ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩" href="https://bengali.abplive.com/sports/year-2023-in-cricket-ms-dhoni-ipl-champion-virat-kohli-record-australia-world-champion-top-cricket-events-and-achievement-to-know-for-the-year-1030414" target="_self">ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩</a></strong></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>