Indian Cricket Team: Virat Kohli Reveals How Hardik Pandya Mispronounced R Ashwin’s Name

নয়াদিল্লি: তাঁকে নিয়ে মাঝে মধ্যে সমাজমাধ্যমে মিম চোখে পড়ে। কোনওটায় তিনি নাচছেন। কোনওটায় কারও মিমিক্রি করছেন। খুনসুটি করছেন।

মাঠে হোক বা মাঠের বাইরে – বিরাট কোহলি (Virat Kohli) মানেই বিনোদন। ব্যাট হাতে আগ্রাসী। মিচেল জনসনকে বাউন্ডারির বাইরে ফেলে যিনি কি না চুম্বন ছুড়ে দিতে পারেন। তাও কোন জনসন? না অ্যাশেজ সিরিজে যিনি আগুনে গতিতে অ্যান্ড্রু স্ট্রসের হাত ভেঙে দিয়েছেন সদ্য। আবার মাঠের বাইরেও কোহলি প্রাণবন্ত। সতীর্থদের সঙ্গে খুনসুটি করছেন। কাউকে অনুকরণ করছেন। কখনও আবার নাচছেন। অঙ্গভঙ্গি করছেন।

এক সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, ভারতীয় ড্রেসিংরুমে সব সময়ই কোনও না কোনও গান বাজতে থাকে। তিনি নিজে পাঞ্জাবি গান পছন্দ করেন। তবে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) জন্য ইংরেজি গানও চলে। কোহলি বলেছেন, ‘হার্দিকের আইপড রয়েছে। তাতে শুধু ইংরেজি গান। ও হয়তো গানের পাঁচটা শব্দও জানে না। তবু শুনবে। কারণ, ওর দরকার বিট। যার তালে তালে পা দোলাতে পারবে। আমরা বিরক্ত হয়ে যাই।’ যোগ করেছেন, ‘আমার আইপডে কিছু হিন্দি রোম্যান্টিক গান রয়েছে। বাকি সবই পাঞ্জাবি। তাতে প্রাণবন্ত থাকে আবহ।’

হার্দিকের মজার কয়েকটি দিকও জানিয়েছেন কোহলি। বলেছেন, ‘হার্দিক মেজাজে থাকলে কী যে বলে দেবে, কেউ বলতে পারে না। একদিন বলেছিল, আরে রবিকাশ্যপ অশ্বিন কী বোলিংটাই না করেছে! অ্যাশের নাম ভুল বলে দিল। হার্দিক মনখোলা ছেলে। তবে মুখে কিছু আটকায় না।’

কোহলির বোলিং নিয়ে জ়াহির খান একবার মজা করে বলেছিলেন, ‘ওর বল যে কোনও ব্যাটারকে ধোঁকা দিতে পারে।’ কোহলি যা নিয়ে বলছেন, ‘আমাকে ঈশ্বর এমন একটা বোলিং অ্যাকশন দিয়েছেন যে, ব্যাটাররা বুঝতেই পারে না, বল কোথা থেকে ছাড়ছি। স্পিন করি বা পেস, একইরকম অ্যাকশন।’

একটি ঘটনার কথা শুনিয়েছেন কোহলি। বলেছেন, ‘আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের (তখনও নাম অপরিবর্তিত) সঙ্গে ম্যাচ ছিল। আমি বল করছিলাম। কিপার ছিল মার্ক বাউচার। ব্যাট করছিল রবি বোপারা। আমি বল করার সময় পা পিছলে যায়। কিন্তু নো বল হয়নি। বলটা রিলিজ করতে পেরেছিলাম। সেই বল স্যুইংও করেছিল। বোপারা ঘাবড়ে গিয়েছিল। ভেবেছিল বলটা এল কোথা থেকে। কিপার বাউচারও বিস্মিত। ভেবেছিল, বলটা এল কোথা থেকে!’

আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।