Shakib Al Hasan: | Shakib Al Hasan: শাকিব

ঢাকা: তাঁর বয়স ৩৬ পেরিয়েছে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের (Bangladesh Cricket Team) পারফরম্যান্সও খুবই হতাশাজনক ছিল। বিশ্বকাপের পর থেকেই শাকিব আল হাসানের (Shakib Al Hasan) ভবিষ্যৎ নিয়ে তাই জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে দেশের হয়ে তিন ফর্ম্যাটেই খেলা চালিয়ে যেতে বদ্ধপরিকর তারকা বাংলাদেশি ক্রিকেটার। তার জন্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও সরে দাঁড়াতে রাজি তিনি।

বর্তমানে শাকিব বিশ্বকাপ চলাকালীন আঙুলে পাওয়া চোট সারাতে ব্যস্ত। তবে তিনি আগামী মাসে বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে আগ্রহী এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশগ্রহণ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। শাকিব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে আগ্রহী হলেও, তিনি দেশের হয়ে খেলা চালিয়ে যাওয়ার স্বার্থে সেই সুযোগ হাতছাড়া করতেও রাজি।

বাংলাদেশ অধিনায়ক সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি আইপিএলে নাম দিইনি।তাই ওই সময়টা ফাঁকা রয়েছে। আমার ম্যানেজার পিএসএলে আমার নাম লিখিয়েছিলেন বটে, তবে আমি সেখান থেকে নাম তুলে নিতে বলি। পিএসএলও খেলছি না আমি। এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলি না খেলার ফলে আমি যে সময়টুকু পাব সেটাই আমি সবটাই জাতীয় দলের জন্য দিতে চাই। আমি তিন ফর্ম্যাটেই খেলছি এবং এভাবেই খেলা চালিয়ে যেতে চাই। ভবিষ্যতে কী হবে বা হতে পারে, সেটা কেউই জানে না। তবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখনও দীর্ঘদিন খেলা চালিয়ে যেতে আগ্রহী।’

আজব কাণ্ড!

মিডল স্টাম্প ভাঙা, তাও ব্যাটার নট আউট। এও সম্ভব। অবিশ্বাস্য মনে হলেও, সম্প্রতি এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে, যা ক্রিকেট (Cricket) মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। কিন্তু কীভাবে মিডল স্টাম্প ভাঙলেও, ব্যাটার নট আউট রইলেন?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি (Viral Picture) ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে মিডল স্টাম্প ভেঙে পিছনে চলে গেলেও, অদ্ভুতভাবে উইকেটের বেল পড়েনি। ক্রিকেটের নিয়ম অনুযায়ী বেল না পড়লে ব্যাটার আউট হয় না, সেই জন্যই ব্যাটারকে আউট দেওয়া হয়নি। একাধিক রিপোর্ট অনুযায়ী ঘটনাটি ওয়েস্টার্ন ডিস্ট্রিক্স ও জিনিনডেরার তৃতীয় ডিভিশনের ম্যাচে হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টিতেও কি বিঘ্ন ঘটাবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া?