Steve Smith Not In A ‘hurry’ To Make Decisions About Retirement From International Cricket Get To Know

সিডনি: সতীর্থ ডেভিড ওয়ার্নার পাকিস্তানের (Australia vs Pakistan) বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই অবসর নিতে চলেছেন। তবে এখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কোনও পরিকল্পনা নেই স্টিভ স্মিথের (Steve Smith)। আগামী ১৪ ডিসেম্বর থেকে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলতে নামবে অস্ট্রেলিয়া। প্রথম ম্য়াচে পারথে মুখোমুখি হতে চলেছে ২ দেশ। এই সিরিজটিই ওয়ার্নারের ফেয়ারওয়েল টেস্ট সিরিজ। আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে সিডনি ঘরের মাঠে চেনা সমর্থকদের মাঝেই টেস্ট ফর্ম্য়াটকে বিদায় জানাতে চান তিনি। সেই মত বাঁহাতি অজি ওপেনারের শেষ সিরিজ এটা। স্মিথও কি তেমনই ভাবছেন? এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ৩৪ বছরের অজি ব্যাটার জানান, ”আমি এখনই অবসর নেওয়ার বিষয়ে কিছু ভাবছি না। ভীষণ ব্যস্ত একটা মরসুম গিয়েছে। ভীষণ ব্য়স্ত একটা বছর গিয়েছে। বিশ্বকাপের পর আমার একটি বিরতি প্রয়োজন ছিল। তাই ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলাম। বাড়িতে ছিলাম বেশ কয়েক সপ্তাহ। মন, শরীর দুটোই চাঙ্গা হয়েছে। আমি আবার তরতাজা হয়ে আসন্ন সিরিজে মাঠে নামতে চলেছি।”

প্রাক্তন অজি অধিনায়ক আরও বলেন, ”ছেলেরা সবাই কিছুটা সময় নিয়ে নিজেদের আরও বেশি চাঙ্গা করে মাঠে নামতে চলেছে। প্রত্যেকেই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল খেলার জন্য মরিয়া। লাল বলের ক্রিকেটে মরসুমটা দুর্দান্তভাবে শুরু করতে চাই।”

এদিকে, ওয়ার্নারের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে চর্চার শেষ নেই। এই সিরিজে সিডনিতে তৃতীয় টেস্ট খেলে অবসর নিতে চান ওয়ার্নার। প্রথম টেস্টে তাঁর জায়গা নিশ্চিত। তবে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ওপেনিং জায়গাটি নিয়ে বিবর্তন চলতেই থাকে। ওয়ার্নারের পরিবর্ত কে হবে? ম্যাকডোনাল্ড জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। 

ম্যাট রেনশ, ক্যামেরন ব্যানক্রফট, মার্কাস হ্যারিস – ওয়ার্নারের জায়গা নেওয়ার জন্য তৈরি অনেকেই। ম্যাকডোনাল্ড ম্যাচ ধরে ধরে এগোতে চান। জানিয়েছেন, প্রত্যেক ম্যাচে সেরা একাদশ নামানো হবে। যখন যে পরিস্থিতিতে যাঁকে প্রয়োজন মনে হবে, তাঁকে খেলানো হবে। যদিও অস্ট্রেলিয়ার ক্রিকেটের হাল হকিকত জানা অনেকের মনে হচ্ছে, ওয়ার্নারের জায়গা নেওয়ার মতো দক্ষতা অনেকেরই নেই।

উল্লেখ্য, ঘরের মাঠে নিজের কেরিয়ারের শেষ সিরিজ হিসেবে পাকিস্তান সিরিজকে বেছে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। তাঁকে দলেও রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়ার্নারের মতো তিন ফর্ম্য়াটের সফল প্লেয়ারের বিদায়বেলায় সম্মান জানাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ও সমর্থকরা।