গাজীপুরে ট্রেন দুর্ঘটনা তদন্তে দুই কমিটি

ঢাকা-ময়মনসিংহ রেল পথের গাজীপুরের বনখড়িয়ায় (চিলাই ব্রিজে) ট্রেন দুর্ঘটনায় জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ ১২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। এর মধ্যে গাজীপুরের জেলা প্রশাসন থেকে পাঁচ ও রেলওয়ে থেকে সাত জনকে এ কমিটিতে রাখা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি ঘটনাটি নাশকতা। তার পরও সঠিক কারণ অনুসন্ধানে বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী সৌমিক শাওন কবিরকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটির অপর সদস্যরা হলেন- বিভাগীয় পরিবহন প্রকৌশলী, বিভাগীয় যাত্রী প্রকৌশলী, বিভাগীয় চিকিৎসক প্রমুখ।

গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মো. সফিকুল ইসলাম জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল পথের গাজীপুরের বনখড়িয়া (চিলাই ব্রিজে) এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে জয়দেবপুর থেকে ময়মনসিংহ রেল পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। ১০ জন আহত হয়েছেন।

তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।