হিসাব বহির্ভূত সম্পত্তি ও কর ফাঁকির অভিযোগ, প্রাক্তন তৃণমূল MLA-এর বাড়ি IT হানা

বুধবার সাতসকালে আয়কর হানা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে। একই সঙ্গে আয়কর দফতরের আধিকারিকরা হানা দেন বার্নপুরের প্রোমোটার ইমতিয়াজ আলির বাড়ি। একই সঙ্গে আসানসোল, দুর্গাপুর ও রানিগঞ্জের আরও ছয়-সাত জায়গায় চলছে তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দফতর।

প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি ভোর পাঁচটায় পৌঁছে যান আয়কর দফতরের আধিকারিকরা। তার আগে বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আয়কর আধিকারিকরা যখন ঢোকেন সেই সময় সোহরাব স্ত্রীও বাড়িতে ছিলেন। তৃণমূল নেতার স্ত্রী আসানসোল পুরনিগমের কাউন্সিলর। ভোর থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত বেশ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চলছে। কেন তল্লাশি চলছে তা নিয়ে কিছু জানা যায়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার মানুষ ভিড় করেছেন সোহারাব আলি বাড়ির সামনে।

এর আগে প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বিরুদ্ধে বিরুদ্ধে অবৈধ ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে। তাঁর লোহার কারবার রয়েছে বলে জানা গিয়েছে। বার্নপুর ইস্পাত কারখানার সঙ্গেও প্রাক্তন বিধায়কের যোগ ছিল বলে জানা গিয়েছে।