Bakibur Rahman: চার্জশিটে ছেলের নাম, বাকিবুরের শ্যালক কোথায় জানেন না শাশুড়ি সাগরিকা বিশ্বাস

রেশন বণ্টন দুর্নীতির চার্জশিটে নাম রয়েছে ছেলের। জামাইবাবু বাকিবুর রহমানের কালো টাকা সাদা করার বিনিময়ে বনদফতরে চাকরি নিয়েছিলেন বলে চার্জশিটে জানিয়েছে ইডি। কিন্তু চার মাস ধরে ছেলে কোথায় জানেনই না মা। দোতলা বাড়ির একা বাসিন্দা বৃদ্ধা সাগরিকা বিশ্বাস। তাঁর দাবি, এসব দুর্নীতির ব্যাপারে কোনও ধারণাই নেই তাঁর।

বুধবার সকালে বাগুইআটির সলুয়ায় বাকিবুর রহমানের শ্বশুরবাড়ি গিয়ে ডাকাডাকি করতে বেরিয়ে আসেন শাশুড়ি সাগরিকা বিশ্বাস। চোখে মুখে বিধ্বস্ত তিনি। সাংবাদিকদের বলেন, বাকিবুরকে বিয়ে করেছে মেয়ে। সেই সম্পর্কে সে আমার জামাই। দুর্নীতির ব্যাপারে কিছুই জানি না। পুজোর আগে ইডি ২ বার এসেছিল। যা জানি সব বলেছি। কিন্তু ছেলের সঙ্গে ৪ মাস যোগাযোগ নেই।

তিনি আরও বলেন, ছেলের সঙ্গে সব ব্যাপারে কথা হত না। আড়াই বছর আগে ও বনদফতরে চাকরি পেয়েছিল বলে জেনেছিলাম। কিন্তু এর থেকে বেশি কিছু জানি না। ও কী ভাবে চাকরি পেয়েছে সেব্যাপারে কোনও ধারণা নেই।

তিনি বলেন, আমি অসুস্থ মানুষ। মুড়ি খেয়ে বেঁচে আছি। ঠাকুরকে ডাকি। এখন মরতে পারলে বাঁচি।

রেশন বণ্টন দুর্নীতির তদন্তে মঙ্গলবার আদালতে চার্জশিট দিয়েছে ইডি। তাতে তদন্তকারীরা জানিয়েছেন, বাকিবুরের কালো টাকা সাদা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তাঁর শ্যালক অভিষেক বিশ্বাস। সেজন্য অভিষেককে বনদফতরে চাকরি দেন জ্যোতিপ্রিয়। যদিও অভিষেককে ইডি এখনো জিজ্ঞাসাবাদ করেছে কি না তা জানা যায়নি। তিনি সাক্ষী না অভিযুক্ত তাও স্পষ্ট নয়। তবে রেশন বণ্টন দুর্নীতিতে যে বালু বাকিবুররা নিপুণ জাল বুনেছিল তা একপ্রকার স্পষ্ট।