Jyotipriya Mullick: হাসপাতালে ED-র কড়া পাহারায় হাঁসফাঁস, পরিবারের সঙ্গে দেখা করতে চেয়ে আদালতে বালু

নিম্ন আদালতের নির্দেশে দেখা করতে আসতে পাচ্ছেন না আত্মীয় ও আইনজীবীরা। এই অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দাবি, নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে হাসপাতালে তাঁর সঙ্গে আত্মীয় ও আইনজীবীদের দেখা করার অনুমতি দেওয়া হোক।

রেশন বণ্টন দুর্নীতিতে জেল হেফাজতের নির্দেশের পর গত ২১ নভেম্বর SSKMএর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয়। এর পর এক নির্দেশে নিম্ন আদালত জানিয়েছে, হাসপাতালে চিকিৎসক ছাড়া বালুর সঙ্গে দেখা করতে পারবে না কেউ। এমনকী কে বা কারা বালুর ঘরে ঢুকছে তার ওপর নজরদারি করতে তাঁর কেবিনের সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেন বিচারক।

সেই মতো SSKMএ বালুর কেবিনের সামনে বসে CCTV ক্যামেরা। তার ফুটেজ ইডির সঙ্গে শেয়ার করে কলকাতা পুলিশ। একদিকে আদালতের নির্দেশ, অন্যদিকে সিসিটিভি ক্যামেরা, তার ওপরে আবার কালীঘাটের কাকুর ওপর নজরদারি করতে একটা কেবিন পরেই নজরদারিতে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ইডির গোয়েন্দারা। ফলে বালুর সঙ্গে দেখা করতে পারছেন না কেউ। জ্যোতিপ্রিয়র দাবি, তাঁর চিকিৎসার ব্যাপারে পরামর্শ করতে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা প্রয়োজন। একই সঙ্গে আইনি সাহায্যের জন্য আইনজীবীদের সঙ্গে দেখা করতে চান তিনি। বৃহস্পতিবার মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবারই বালু ও বাকিবুরের বিরুদ্ধে রেশন কেলেঙ্কারির চার্জশিট পেশ করেছে ইডি। তাতে বাকিবুরের বিরুদ্ধে প্রায় ৪৫০ কোটি টাকা তছরূপের অভিযোগ আনা হয়েছে। বাকিবুরের টাকা কী ভাবে বালুর কাছে পৌঁছেছে তুলে ধরা হয়েছে সেই নকসাও।