আচরণবিধি ভঙ্গে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীকে সতর্ক করল ইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে  দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ঢাকা-১৯ আসনের প্রার্থী ডা. মোঃ এনামুর রহমানকে সতর্ক করে চিঠি দিল নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। 

চিঠিতে বলা হয়েছে, হাজার খানেক কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করে “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮” এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি মাননীয় নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন।এমতাবস্থায়, ভবিষ্যতে নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন।বিষয়টি আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো। 



আশরাফুল/সা.এ.