সংবাদমাধ্যমের সমীক্ষাকে চ্যালেঞ্জ দেবাংশুর, নিজের টুইটার অ্যাকাউন্ট ডিলিটের বাজি

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বাংলার আসন সংখ্যা ৪২। তার মধ্যে কে, কতটা জিততে পারে তা নিয়ে চলছে প্রচার পর্ব। ইতিমধ্যেই প্রত্যেক রাজনৈতিক দল প্রচার করার পাশাপাশি নিজেরা অঙ্ক কষতে শুরু করেছে কোন আসন তারা পাবে এবং কোনটি পাবে না। বাংলার বুকে ২০২৪ সালের নির্বাচন তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির লড়াই হিসাবেই দেখছেন সকলে। এই দুই দল একে অপরের বিরুদ্ধে আক্রমণ করছেন এবং নানা ইস্যুতে সোচ্চার হচ্ছেন। এই আবহে একটি বেসরকারি সংবাদমাধ্যম আগাম সমীক্ষা রিপোর্ট প্রকাশ্যে এনেছেন। যেখানে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিএম– কংগ্রেস কটি আসন পাবে তার উল্লেখ রয়েছে। এবার সেই সমীক্ষা রিপোর্টকেই চ্যালেঞ্জ করলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।

এদিকে বিজেপির নেতারা নয়াদিল্লি থেকে উড়ে এসে বলছেন, বাংলায় ৩৫টি লোকসভা আসন জিতবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা বলা হচ্ছে, এটা দিবাস্বপ্ন। তৃণমূল কংগ্রেস বাংলা থেকে ৪০টি আসন স্পর্শ করবে। তার মধ্যে আবার সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোট গড়ে উঠছে। তাতে বিজেপিকে আরও চাপে ফেলা যাবে বলে মনে করছেন তামাম বিরোধী দলের নেতা–নেত্রীরা। সেখানে একটা বেসরকারি সংবাদমাধ্যম (‌টাইমস নাও–ইটিজি)‌ সমীক্ষা করে রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যেখানে তারা দাবি করেছে, তৃণমূল কংগ্রেস ২০–২২টি আসন পাবে। বিজেপি ১৭–১৯টি আসন পাবে। আর সিপিএম–কংগ্রেস ১টি থেকে ২টি আসন পাবে।

অন্যদিকে আর এই সমীক্ষা রিপোর্টকে চ্যালেঞ্জ করে এক্স হ্যান্ডেলে বড় বাজি রেখেছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। এই সমীক্ষা রিপোর্টের প্রেক্ষিতে দেবাংশু লিখেছেন, ‘‌আমি এখন একটা কথা বলতে পারি, যদি ইটিজি বলে দিতে পারে সিপিএম কোন দুটি লোকসভা আসন জিতবে, বা একটি আসন?‌ ছেড়ে দিন। একটা লোকসভা কেন্দ্র জিততে গেলে তো কমপক্ষে ৩–৪টি বিধানসভা কেন্দ্র জিততে হয়। তাঁরা কী একটি বিধানসভা আসন বলতে পারবে যেখানে সিপিএম লিড পাবে?‌’‌

আরও পড়ুন:‌ প্রকাশ্যে মাংস, ডিম বিক্রি করা যাবে না, শপথ নিয়ে নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী

এই প্রশ্ন তুলে দিয়েছেন দেবাংশু। যার উত্তর এখনও দেয়নি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। তবে এখনেই শেষ নয়। দেবাংশু এই সমীক্ষাকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বাজি রেখেছেন। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য–রাজনীতিতে। দেবাংশু তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‌যদি এই সংবাদমাধ্যম আমার প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে আমি আমার টুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দেবো। যদি কোনও সমীক্ষা সংস্থা একটি আসন সিপিএমকে দেয়, তাহলে ১০০ শতাংশ নিশ্চিত, যে সেটা ভোগাস পোল।’‌ অর্থাৎ সিপিএন বাংলায় দাগ কাটতে পারবে না বলে দেবাংশুর দাবি। তবে তিনি বিজেপির আসন নিয়ে কোনও কথা উল্লেখ করেননি। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।