3-Day week off policy: সপ্তাহে ৩ দিন অফিসে ছুটি? এবারের বাজেটেই ঘোষণা করা হচ্ছে? মুখ খুলল কেন্দ্র

আর দু’দিন নয়, অফিসে প্রতি সপ্তাহে তিনদিন ছুটি মিলবে – এবারের সাধারণ বাজেটেই (ভোট অন অ্যাকাউন্ট) সেই ঘোষণা করা হবে জল্পনা ছড়িয়েছে। যদিও সেই দাবি পুরোপুরি ভুয়ো বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে এবার বাজেটের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এরকম কোনও প্রস্তাব পেশ করা হয়নি। আর দিনকয়েক আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে লোকসভা ভোটের আগে শেষ বাজেটে কোনও চটকদারি ঘোষণা করা হবে না। আগামী ১ ফেব্রুয়ারি তিন যে বাজেট পেশ করবেন, তা শুধুমাত্র নয়া সরকার আসার আগে পর্যন্ত খরচ চালানোর জন্য হবে বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

এমনিতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়ে যায়। ওই ভাইরাল ছবিতে দাবি করা হয় যে অবিলম্বে নয়া শ্রমবিধি লাগু করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। সেজন্য অফিসে কাজের সময়সীমা এবং ছুটি নিয়ে এবারের বাজেটে একাধিক ঘোষণা করতে পারেন সীতারামন। সরকারের যা পরিকল্পনা, তাতে ১ জুলাই থেকে বিভিন্ন সংস্থাগুলিকে দৈনিক কাজের সীমা বাড়িয়ে ১২ ঘণ্টা করার অনুমতি দেওয়া হতে পারে। সেক্ষেত্রে কর্মচারীদের দিনে ১০-১২ ঘণ্টা কাজ করতে হবে। তাঁরা চারদিন কাজ করবেন। আর তিনদিন ছুটি পাবেন। সেইসঙ্গে কর্মচারীদের ‘ইন-হ্যান্ড স্যালারি’ কমলেও প্রভিডেন্ট ফান্ডে জমা পড়া টাকার পরিমাণ বাড়তে পারে।

আরও পড়ুন: PPF Interest Rule Change: আগের মতো হবে না, সময়ের আগে PPF অ্যাকাউন্ট বন্ধ করলে কীভাবে সুদ দেবে? পালটাল নিয়ম

যদিও সেই দাবি পুরোপুরি ভুয়ো বলে দাবি করেছে কেন্দ্র। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে বলা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে। তাতে বলা হয়েছে যে আগামী বাজেটে সপ্তাহে তিনদিনের ছুটির নীতি ঘোষণা করবেন কেন্দ্রীয় নির্মলা সীতারামন। কিন্তু সেই দাবি পুরোপুরি ভুয়ো। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে তরফে সেরকম কোনও প্রস্তাব পেশ করা হয়নি।’

এমনিতে সপ্তাহে তিনদিনের ছুটির বিষয়টি একেবারেই নতুন নয়। বরং যে চারটি নয়া শ্রমবিধি কার্যকর করা নিয়ে জল্পনা চলছে, তাতে সেই বিষয়টির উল্লেখ করা আছে। নয়া শ্রমবিধি অনুযায়ী, সপ্তাহে তিনদিন ছুটি পেতে পারেন কর্মচারীরা। দৈনিক কতক্ষণ কাজ করছেন, তার উপর নির্ভর করবে কর্মচারীরা সপ্তাহে তিনদিন ছুটি পাবেন কিনা। ন’ঘণ্টা থেকে ১২ ঘণ্টা শিফট করতে হতে পারে। কোনও কর্মী যদি দৈনিক ঘণ্টা কাজ করেন, তাহলে তাঁকে সপ্তাহে ছ’দিন কাজ করতে হবে। যাঁরা দৈনিক ১২ ঘণ্টা কাজ করবেন, তাঁরা সপ্তাহে তিনদিন ছুটি পাবেন। সেইসঙ্গে প্রতি পাঁচ ঘণ্টা একটানা কাজের পর ৩০ মিনিটের বিরতি নেওয়া যাবে।

আরও পড়ুন: Sitharaman on Budget 2024: আয়কর ছাড়? ভোটের আগে বাজেটে আরও ‘চটকদারি’ ঘোষণা করা হবে? মুখ খুললেন সীতারামন