Bangla Jokes collection: আজকের দিনটা কাটুক দারুণ মজায়! পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর প্রাণভরে হাসুন

১। এক কয়েদি দু’দিন পর পরই অসুস্থ হয়ে জেলের ডাক্তারের শরণাপন্ন হয়। এবার তাকে পরীক্ষা করে ডাক্তার জানাল তার একটি কিডনি কেটে ফেলে দিতে হবে। এটা শুনে তেলেবেগুনে জ্বলে উঠল কয়েদি।

কয়েদি: ডাক্তার! আমি প্রথমবার যখন এলাম, তুমি আমার টনসিল কেটে নিলে। দ্বিতীয়বারে অ্যাপেনডিক্স, পরের বার পাথর হয়েছে বলে গলব্লাডার কাটলে। আমি তোমার কাছে আসি এই আশা নিয়ে যে, অসুস্থ বলে তুমি আমাকে জেল থেকে বেরোতে সাহায্য করবে— আর তুমি নির্বোধ কি না এখন উলটে কিডনি কেটে ফেলার কথা বলছো!

ডাক্তার: আরে ! এত রেগে যাচ্ছ কেন! একবারে কী সব হয় নাকি? আমি তো একটু একটু করে তোমাকে জেল থেকে বার করেই নিচ্ছি।

(আরও পড়ুন: বৃষ্টিভেজা শীতের সকাল, আজ মন থাকুক ফুরফুরে! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

২। দুই মাতাল কথা বলছে।

প্রথম মাতাল: ওরে, তুই আর খাস না।

দ্বিতীয় মাতাল: কেন?

প্রথম মাতাল: এখনই তোকে ঝাপসা দেখা যাচ্ছে। আর একটু খেলে উধাও হয়ে যাবি!

(আরও পড়ুন: উইকেন্ড শুরু! দমফাটা হাসি দিয়ে শুরু হোক সকাল, পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৩। রোগী: ডাক্তারবাবু, আমার মনে হয় কোনেও সমস্যা হয়েছে। কাশি দিই, কিন্তু কাশির আওয়াজ শুনতে পাই না!

ডাক্তার: এই যে নিন ট্যাবলেট। প্রতিদিন তিনবার খাবেন।

রোগী: তাহলে কি কানে শুনতে পাব?

ডাক্তার: তাহলে জোরে কাশতে পারবেন।

(আরও পড়ুন: সোমবার সকাল মানে কি শুধু কাজের চাপ? প্রাণভরে হাসুনও আজ! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৪। নতুন এক মক্কেল বিখ্যাত এক উকিলের সঙ্গে দেখা করতে এসেছেন।

মক্কেল: আচ্ছা, আপনার ফি কত?

উকিল: আমি প্রতি তিনটি প্রশ্নের উত্তরে ১৫ হাজার টাকা নিই।

মক্কেল: কেন, আপনি এত বেশি টাকা নেন কেন?

উকিল: এটাই তো আমার ন্যায্য পারিশ্রমিক। হাতে সময় কম। এবার আপনার তিন নম্বর প্রশ্নটি বলে ১৫ হাজার টাকা দিয়ে জলদি কেটে পড়ুন!

(আরও পড়ুন: সপ্তাহের মাঝেও মন যেন থাকে একদম মস্তিতে! পড়ুন দিনের সেরা ৫ জোকস, হাসুন বিন্দাস)

৫। স্বামীর শার্টে লাল দাগ দেখে স্ত্রী জানতে চাইল—

স্ত্রী: শার্টে এটা কীসের দাগ?

স্বামী: টমেটো সসের …

স্ত্রী: তা তো বুঝলাম। কিন্তু টমেটোটা কে?