Bardhaman Accident: বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে FIR মৃতের স্বামীর, পিছনে TMC, দাবি BJPর

বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যুর ঘটনায় রেলের বিরুদ্ধে FIR করলেন মৃত মহিলার স্বামী। বুধবার বেলা ১২টা নাগাদ ওই দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। নিহত মাফিজা খাতুনের স্বামী রেলের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ দায়ের করেছেন বলে GRP সূত্রে খবর।

বুধবার বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর স্টেশনের মাঝখানে রেলের বিশাল জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে পাশের শেডে। জলের ভারে শেড ভেঙে পড়ে যাত্রীদের ওপর। শেডের ধ্বংসাবশেষ চাপা পড়ে হতাহত হন অনেকে। বেশ কিছুক্ষণ প্রভাবিত হয় ট্রেন চলাচল। এই ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করে রেল।

ওদিকে এই ঘটনায় রেলের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে GRPতে অভিযোগ দায়ের করেন মাফিজা খাতুন নামে এক মৃতের স্বামী। রেলের আধিকারিকদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের তদন্ত শুরু করেছে GRP.

যদিও বিজেপির দাবি, রেলকে বিব্রত করতে মাফিজা খাতুনের স্বামীকে দিয়ে FIR করিয়েছে তৃণমূল। এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রেল। কারও গাফিলতি থাকলে বিভাগীয় তদন্তেই শাস্তি হবে। কিন্তু কেন্দ্রীয় কেন্দ্রীয় সংস্থা রেলকে বিব্রত করতে তৃণমূলের উদ্যোগে FIR হয়েছে বলে দাবি করেছে বিজেপি।

বিজেপির এক মুখপাত্র বলেন, ‘এর আগে বগটুই গণহত্যার অন্যতম অভিযুক্ত লালন শেখের আত্মহত্যার ঘটনায় সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে মৃতের স্ত্রীকে দিয়ে অভিযোগ দায়ের করিয়েছিল তৃণমূল। পরে প্রমাণ হয়ে যায় যে সিউড়ি থানার আইসি FIR লিখে দিয়েছিলেন। এবারও কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের হেনস্থা করতে সেই উদ্যোগ চলছে।’