CCTVতে আপত্তি, বালুর কেবিনের সামনে CRPF মোতায়েনের প্রস্তাব আদালতের

SSKM হাসপাতালে তাঁর কেবিনে ও কেবিনের বাইরে নিম্ন আদালতের নির্দেশে CCTV ক্যামেরা বসিয়েছে ইডি। সেই ক্যামেরায় আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রীর সেই আবেদনে ইডিকে বিকল্প ব্যবস্থা ভাবতে বলল আদালত। শুক্রবার ইডিকে বিকল্প জানাতে হবে। ওদিকে SSKM-এর বিরুদ্ধে পালটা অসহযোগিতার অভিযোগ তুলেছে ইডি।

আদালতে জ্যোতিপ্রিয় অভিযোগ করেন, তাঁর ঘরে কে বা কারা ঢুকছেন তা জানতে ইডি যে ভাবে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে তা ব্যক্তির গোপনীয়তায় হস্তক্ষেপ। যা সংবিধান বিরোধী। পালটা ইডির আইনজীবী সওয়ালে বলেন, ব্যক্তির গোপনীয়তার অধিকার সংবিধানে শুধুমাত্র সাধারণ নাগরিকের জন্য বরাদ্দ। জেলবন্দি আসামীর ব্যক্তি গোপনীয়তা বলে কিছু হয় না। তাই জেলে তাদের ঘরে নয়, সেলে রাখা হয়। তাছাড়া জ্যোতিপ্রিয় প্রভাবশালী। গ্রেফতারির পর ২ মাস কাটলেও তিনি মন্ত্রী পদে বহাল রয়েছেন। হাসপাতাল থেকে তিনি মামলার তথ্য-প্রমাণ নষ্ট করতে পারে। সাক্ষীদের প্রভাবিত করতে পারেন।

ইডির এই সওয়াল গ্রহণ করলেও ক্যামেরা বসানোর ক্ষেত্রে জ্যোতিপ্রিয়র অভিযোগকে স্বীকৃতি দেয় আদালত। নজরদারির জন্য ইডিকে বিকল্প ব্যবস্থা ভাবতে বলে। সেক্ষেত্রে জ্যোতিপ্রিয়র কেবিনের সামনে ২৪ ঘণ্টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন ও রেজিস্ট্রার খাতা চালুর প্রস্তাব দেন বিচারপতি। ইডি এই প্রস্তাবে রাজি কি না তা শুক্রবার তাদের আদলতে জানাতে হবে।

ওদিকে এদিন ইডি আদালতে অভিযোগ করে, SSKM হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কোনও ভাবে সহযোগিতা করছে না। জ্যোতিপ্রিয়র মেডিক্যাল রিপোর্ট পাচ্ছেন না তাঁরা। কী কারণে তিনি দিনের পর দিন উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তাও তদন্তকারীদের অজানা।