David Warner | AUS vs PAK: বিদায়লগ্নে ভয়ংকর বিধ্বংসী ওয়ার্নার, সেঞ্চুরিতে সর্বকালীন রেকর্ড মহারথীর!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান (Pakistan tour of Australia, 2023-24) এসেছে অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার থেকে পারথে শুরু হয়েছে প্রথম টেস্ট। এই টেস্ট সিরিজ শেষ হলেই অজি মহারথী ডেভিড ওয়ার্নারকে (David Warner) আর লাল বলের ক্রিকেটে পাবে না তাঁর দেশ। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণকে আলবিদা জানাবেন ওয়ার্নার। আর এবার বিদায়লগ্নে বিধ্বংসী মেজাজে ধরা দিলেন ওয়ার্নার। করে ফেললেন কেরিয়ারের ২৬ নম্বর টেস্ট সেঞ্চুরি (সব ফরম্য়াট মিলিয়ে ৪৯ তম)। তার সঙ্গেই রেকর্ডবুকেও নাম লেখালেন অস্ট্রেলিয়ার তিন ফরম্য়াটের সুপারস্টার। 

আরও পড়ুন: Baba Indrajith: ওয়াশরুমে পড়ে ফেটেছে ঠোঁট, রক্তে ভেসেও মাঠে! বাইশ গজে সিংহহৃদয়ের বাবা

এদিন টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেয়। ওপেন করতে নেমেছিলেন ওয়ার্নার ও উসমান খোয়াজা। ওয়ার্নার ২১১ বলে ১৬৪ রানের ইনিংস খেলে আউট হন। ১৬টি চার ও ৪টি ছয়ে নিজের ইনিংস সাজান ৩৭ বছরের বাঁ-হাতি মারকুটে ব্যাটার। ওয়ার্নার এদিন তাঁর দেশের প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ককে টপকে অস্ট্রেলিয়ার সর্বকালের পঞ্চম টেস্ট রানশিকারি হলেন।এদিন ওপটাস স্টেডিয়ামে, ওয়ার্নার তাঁর কেরিয়ারের ১১০ নম্বর টেস্টে ৮৬৫১ রান করলেন। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি টেস্ট রান করা ব্য়াটারদের তালিকায় শীর্ষে রিকি পন্টিং (১৩, ৩৭৮ রান)। দুয়ে অ্যালান বর্ডার (১১, ১৭৪ রান), তিনে স্টিভ ওয়া (১০, ৯২৭ রান), চারে স্টিভ স্মিথ (৯৩৫১ রান)। পাঁচে ওয়ার্নার।

আরও পড়ুন: EXPLAINED: যত কাণ্ড পারথে; যুদ্ধ-জুতো-বিতর্ক! ক্রিজে বুক চিতিয়ে লড়ছেন খোয়াজা

পরিসংখ্য়ান বলছে, ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে সব ফরম্যাট মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন। স্টিভ ওয়ার থেকে মাত্র ২০ রান দূরে তিনি। এই টেস্টেই কিন্তু ওয়ার্নার অজি কিংবদন্তির আন্তর্জাতিক রানকে (১৮, ৪৯৬ রান) ছাপিয়ে যেতে পারেন। ওয়ার্নার আর এক সেঞ্চুরি দূরে। তাহলেই তিনি পন্টিংয়ের পরে দ্বিতীয় অজি হিসেবে ৫০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক হবেন। তিনি সচিন তেন্ডুলকর (১০০), বিরাট কোহলি (৮০), পন্টিং (৭১), কুমার সাঙ্গাকারা (৬৩), জ্যাক কালিস (৬২), হাশিম আমলা (৫৫), মাহেলা জয়াবর্ধনে (৫৪), ব্রায়ান লারার (৫৩) দলে নাম লেখাবেন।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)