Free Aadhaar Card Update Deadline: আজ শেষ হচ্ছে না সময়সীমা! কতদিন ফ্রি’তে আপডেট করা যাবে আধার কার্ডের তথ্য? কীভাবে?

বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেটের সময়সীমা বাড়ানো হল। যে সময়সীমা আজ (১৪ ডিসেম্বর) শেষ হওয়ার কথা ছিল, সেটা বাড়িয়ে করা হল ১৪ মার্চ। অর্থাৎ ২০২৪ সালের ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তখ্য আপডেট করতে পারবেন। অর্থাৎ নাম, ঠিকানার মতো আধার কার্ডের বিভিন্ন তথ্য আপডেট করা যাবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) তরফে বলা হয়েছে, ‘মানুষের যে ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে, সেটার ভিত্তিতে সেই পরিষেবা প্রদানের (বিনামূল্য আধার কার্ড আপডেটের সময়সীমা) আরও তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ২০২৩ সালের ১৪ ডিসেম্বর থেকে সময়সীমা বাড়িয়ে ২০২৪ সালের ১৪ মার্চ করা হয়েছে।’

কোথা থেকে আধার কার্ডের তথ্য আপলোড করা যাবে?

অনলাইনে একেবারে সহজেই আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে। ইতিমধ্যে UIDAI-র তরফে জানানো হয়েছে যে অনলাইনে আধার কার্ডের যাবতীয় তথ্য আপলোড করা যাবে। তাছাড়া ‘কমন সার্ভিসেস সেন্টার’ থেকেও আধার কার্ডের তথ্য আপলোড করতে পারবেন। myAadhaar পোর্টালে কোনও টাকা লাগবে না। ‘কমন সার্ভিসেস সেন্টার’-এ গেলে ৫০ টাকা লাগবে।

আরও পড়ুন: Aadhaar card biometric lock: কেউ নাগাল পাবে না আপনার আধার কার্ডের! জেনে নিন কীভাবে সব তথ্য সুরক্ষিত রাখবেন

কীভাবে বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন? 

১) https://myaadhaar.uidai.gov.in/-তে ক্লিক করতে হবে। হোমপেজে ‘Login’-তে ক্লিক করতে হবে আপনাকে।

২) নিজের আধার নম্বরে ক্লিক করতে হবে। তারপর দিতে হবে ক্যাপচা। ‘Send OTP’-তে ক্লিক করতে হবে।

৩) তারপর ‘Proceed to update Address’-তে ক্লিক করতে হবে। আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে ওটিপি আসবে। ‘Document Update’-তে ক্লিক করতে হবে। ঠিকানা সংক্রান্ত তথ্য দেখতে পারবেন।

৪) এবার নিজের তথ্য যাচাই করতে হবে। সেটা যদি সত্যি হয়, তাহলে পরবর্তী লিঙ্কে ক্লিক করতে হবে গ্রাহকদের।

৫) ড্রপডাউন লিস্ট থেকে নিজের পরিচয় ও নিজের ঠিকানার নথির অপশন বেছে নিতে হবে। তারপর নিজের ঠিকানার প্রমাণস্বরূপ স্ক্যান করা কপি আপলোড করতে হবে আপনাকে।

৬) সেটার পরে ‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে। সেটা আপলোড করতে হবে আপনাকে। আধার কার্ডের তথ্য আপডেটের আর্জি গৃহীত হয়ে যাবে। ‘আপডেট রিকোয়েস্ট নম্বর’ জেনারেট হবে।

আরও পড়ুন: Aadhaar Card Rules: হাতের ছাপ অস্পষ্ট হলে আধারের জন্য লাগবে চোখের মণি, দুটিই না থাকলে কী করণীয়? জানাল কেন্দ্র