Haldia port: হলদিয়া বন্দরে জট কাটল, মালিকপক্ষের আশ্বাসে কর্মবিরতি তুলে নিল শ্রমিকরা

শ্রমিক বিক্ষোভের জেরে অচলাবস্থা তৈরি হয়েছিল হলদিয়া বন্দরে। সেখানে কার্গো হ্যান্ডেলিংয়ের একটি সংস্থার বিরুদ্ধে শ্রমিকরা বিক্ষোভ করেন। শ্রমিকদের অভিযোগ, তাদের বেতন থেকে পিএফের টাকা কেটে নেওয়া হয়েছে। এই অভিযোগে শ্রমিকরা মঙ্গলবার দুপুর থেকে হলদিয়া বন্দরের মধ্যে বিক্ষোভ করেন। এদিকে, আগামীকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। বুধবার দফায় দফায় মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠক হয়। সেই বৈঠকে অবশেষে জট কাটল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৭ দিনের মধ্যে কর্মীদের বেতনের সমস্যা মিটিয়ে দেওয়া হবে। তারপরেই কর্মবিরতি তুলে নেন শ্রমিকরা। 

আরও পড়ুন:হলদিয়া বন্দরে শ্রমিকদের তুমুল বিক্ষোভ, অচলাবস্থায় ফিরে গেল পণ্যবাহী জাহাজ

উল্লেখ্য, মঙ্গলবার থেকে হলদিয়া বন্দরের শ্রমিকরা কাজ বন্ধ রেখে লাগাতার বিক্ষোভে সামিল হন। এই সংস্থার বেশিরভাগ শ্রমিকরাই জাহাজের পণ্য ওঠানো-নামানোর কাজ করে থাকেন। বন্দরের অচলাবস্থার জেরে বন্দরমুখী ৪ টি জাহাজকে ফিরে যেতে হয়। হলদিয়া বন্দরে মোট ১৭টি বার্থ টি রয়েছে। বাকি ১০টি বার্থে অবশ্য মাল ওঠানো-নামানোর কাজ হয়েছে। তবে ৭টি বার্থে কোনও কাজ হয়নি। এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ বন্দর কর্তৃপক্ষ । বিষয়টি নিয়ে বন্দর কর্তৃপক্ষ রাজ্য প্রশাসনকে জানায়।  এই ঘটনার পরেই যে সব সংস্থা পণ্য পরিবহণ করে তাদের শো-কজ করা হয়। সংস্থার মাধ্যমে জানতে পারা যায়, নতুন সার্কুলার অনুযায়ী শ্রমিকদের বেসিকের টাকা বাড়িয়ে দিয়ে সেখান থেকে পিএফের টাকা কাটা হচ্ছে। যাতে ভবিষ্যতে শ্রমিকরা বেশি টাকা পেনশন পায় সেই বিষয়ে এই উদ্যোগ নেয় ওই সংস্থা। কিন্তু, এ বিষয়ে শ্রমিকরা সম্পূর্ণ নারাজ। 

প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেদু অধিকারী আগেই অভিযোগ তুলেছেন তৃণমূল নেতাদের তোলাবাজির কারণে হলদিয়া শিল্পাঞ্চলে সমস্যা হচ্ছে। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির তমলুক সংগঠনিক জেলা সভাপতি চন্দন দে এবং হলদিয়া শহরের তৃণমূলের সভাপতি মিলন মণ্ডল এই সমস্যা সমাধানের চেষ্টা করেন। কিন্তু, তাতে সুরাহা হয়নি। শ্রমিকরা জানিয়ে দেন, তারা নিজেরাই লড়বেন। বুধবার বিকেলে বেসরকারি ঠিকাদার সংস্থার সঙ্গেও বৈঠক করেন তৃণমূলের নেতৃত্ব। তারপর বেসরকারি সংস্থা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। তারপর কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ।