Reliance Industries: সম্পদ সৃষ্টিতে সবার সেরা রিলায়েন্স, ছাপিয়ে গিয়েছে টিসিএস, ইনফোসিসকেও: Report

বৈষ্ণবী সিনহা

মোতিলাল অসওয়ালের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, কেবলমাত্র ২০২৩ সালের নয়, গত ৫ বছরে সবথেকে বড় সম্পদ প্রস্তুতকারী সংস্থা হল এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। টিসিএস আর ইনফোসিসের মতো সংস্থাকেও পেছনে ফেলে দিয়েছে রিলায়েন্স।

মোতিলাল অসওয়ালের রিপোর্ট বলছে, সেই ২০১৮ সাল থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড সবথেকে বড় সম্পদ সৃষ্টিকারী। অন্তত পাঁচ বছর ধরে এই ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে রিলায়েন্স।

ওই রিপোর্ট যে তথ্য দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে, ২০২৩ সালে ৯.৬ কোটি লাখ টাকার সম্পদ তৈরি করতে পেরেছে রিলায়েন্স। টিসিএস, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস, ভারতী এয়ারটেল সবাইকে ছাপিয়ে গিয়েছে এই সংস্থা। সম্পদ তৈরির নিরিখে সবার আগে রিলায়েন্স।

তবে রিলায়েন্স তো নামকরা কোম্পানি। কিছুটা লো প্রোফাইল কোম্পানি হল লয়েড মেটালস। গত পাঁচবছরে সবথেকে দ্রুততার সঙ্গে কোনও কোম্পানি যদি সম্পদ তৈরি করতে পারে সেটা হল এই লয়েড মেটালস। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই লয়েড মেটালস সম্পদ তৈরিতে কার্যত ছক্কা হাঁকিয়েছে। এই কোম্পানি বার্ষিক বৃদ্ধির পরিমাণ প্রায় ৭৯ শতাংশ।

সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই কোম্পানি আদানিকেও ছাপিয়ে গিয়েছে। আদানি এন্টারপ্রাইজ হল দ্বিতীয় স্থানে। তাদের বৃদ্ধির হার ৭৮ শতাংশ। আর আদানি পাওয়ারের বৃদ্ধির হার পঞ্চম স্থানে।

দেশের সেরা পাঁচটি সম্পদ সৃষ্টিকারী কোম্পানির তালিকাটা দেখুন

১) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড- ৯,৬৩,৮০০ কোটি

২) টাটা কনসালটেন্সি সার্ভিসেস- ৬,৭৭,৪০০ কোটি টাকা

৩) আইসিআইসিআই ব্যাঙ্ক- ৪.১৫,৫০০ কোটি টাকা

৪) ইনফোসিস- ৩.৬১,৮০০ কোটি টাকা

৫) ভারতী এয়ারটেল- ২,৮০,৮০০ কোটি টাকা।

কার্যত সম্পদ সৃষ্টির নিরিখে সবাইকে ছাপিয়ে গিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি।