Parliament Security Breach: কেন BJP MP প্রতাপ সিনহা ওই যুবককে সংসদে প্রবেশের পাস দিয়েছিলেন? স্পিকারকে ব্যাখা দিলেন সাংসদ

সংসদের ভেতরে যারা প্রবেশ করেছিলেন তারা বিজেপি এমপি প্রতাপ সিংহের কাছ থেকে পাস নিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। আর  বিজেপি এমপির পাস নিয়ে গিয়েই সংসদের ভেতরে স্মোক ক্যান নিয়ে প্রবেশ করলেন দুই যুবক। তারপর একেবারে ধুন্ধুমার কাণ্ড হয়েছিল বুধবার! 
এদিকে ঘটনার পর থেকেই মাইসুরুর ওই বিজেপি এমপির বরখাস্ত চেয়ে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। তবে সূত্রের খবর, ঘটনার পরেই স্পিকার ওম বিড়লার কাছে এই পাস দেওয়ার পেছনের কারণ বিশ্লেষন করেন তিনি। 

ওই বিজেপি এমপি স্পিকারের কাছে জানান, অভিযুক্তের বাবা বার বার তাঁর কাছ থেকে সংসদে যাওয়ার পাস চাইতেন। তিনি জানিয়েছেন, ওই যুবকের বাবা তাকে বলেছিলেন, ছেলে সংসদে যেতে চায়। সেকারণে পাস দিলে খুব ভালো হয়। ভিজিটর্স পাস নেওয়ার জন্য বার বার এমপির পিএর সঙ্গে যোগাযোগ রাখতেন ওই যুবকের বাবা। 

স্পিকারের কাছে ওই এমপি জানিয়েছেন, এনিয়ে তাঁর কাছে অতিরিক্ত কোনও তথ্য নেই। 

তবে শেষ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। যে যুবকরা ভেতরে গিয়েছিলেন তারা জানিয়েছেন, বেকারত্ব, মণিপুরের হিংসার ঘটনায় তারা উদ্বেগে ছিলেন। সেকারণে তাঁরা চাইছিলেন সংসদের দৃষ্টি আকর্ষণ করতে। সেকারণেই তাঁরা এই কাজ করেছেন। এর পেছনে তাঁদের অন্য় কোনও অভিসন্ধি ছিল না। 

সংসদের মধ্য়ে ছিলেন দুজন। আর সংসদের বাইরে ছিলেন আরও দুজন। সব মিলিয়ে চারজন এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ। যে দুজনকে সংসদের বাইরে থেকে আটক করা হয়েছে তারা হলেন নীলম ও অমল সিন্ডে। নীলমের বয়স ৪২ বছর। আর অমলের ২৫ বছর বয়স। হরিয়ানার হিসার জেলা থেকে সংসদ চত্বরে এসেছিলেন নীলম। আর মহারাষ্ট্রের লাতুর জেলা থেকে এসেছিলেন ওই যুবক। ট্রান্সপোর্ট ভবনের সামনে থেকে পুলিশ তাদের আটক করে।

আর সংসদের মধ্য়ে যারা লাফিয়ে পড়েছিলেন তারা হলেন সাগর শর্মা ও মনোরানহান ডি( ৩৫)। তিনি কর্ণাটকের মাইসুরুর বাসিন্দা।

অপর দুজনও জড়িত এই ঘটনায়। তাদেরকেও খুঁজছে পুলিশ।