Shreyas Iyer To Lead Kolkata Knight Riders For IPL 2024, Nitish Rana To Act As His Deputy

কলকাতা: গত মরশুমে চোটের কারণে খেলতে পারেননি তিনি। তবে ২০২৪ সালের আইপিএলে (IPL 2024) ফিরতে চলেছেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আর শ্রেয়স ফিরতেই অধিনায়কত্ব গেল নীতীশ রানার (Nitish Rana)। গত বছর রানা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। তবে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ফিট হতেই ফের একবার তাঁরহাতেই নেতৃত্বে ব্যাটন তুলে দেওয়া হল। আজই কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর শ্রেয়সকে আসন্ন মরশুমের জন্য দলের অধিনায়ক ঘোষণা করেন। শ্রেয়সের ডেপুটি অর্থাৎ সহ-অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন রানা।