Sports Highlights: টি-২০-তে শীর্ষে সূর্য, বৃহস্পতিবার ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের ফয়সালা, খেলার দুনিয়ার সারাদিন

<p><strong>কলকাতা: </strong>আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে সূর্যকুমার যাদব। বৃহস্পতিবার জোহানেসবার্গে ভারত-দক্ষিণ আফ্রিকা (IND vs SA) টি-টোয়েন্টি সিরিজের ফয়সালা। ভারতীয় দলে কিয়ান নাসিরি। খেলার দুনিয়ার সারাদিন।</p>
<p><strong>শীর্ষে সূর্যকুমার</strong></p>
<p>দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত (IND vs SA) হারলেও, হাফসেঞ্চুরি করেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ব্যাট হাতে ভাল ফর্মের পুরস্কারও পেলেন। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি বুধবার টি-টোয়েন্টি খেলোয়াড়দের যে র&zwnj;্যাঙ্কিং প্রকাশ করেছে, সেখানে শীর্ষে রয়েছেন স্কাই।</p>
<p>ব্যাটসম্যানদের তালিকায় বড় লাফ দিয়েছেন ভারতের রিঙ্কু সিংহ। রিঙ্কু ৪৬ ধাপ এগিয়ে যৌথভাবে ৫৯তম স্থানে উঠে এসেছেন। বর্তমানে তাঁর ঝুলিতে ৪৬৪ রেটিং পয়েন্ট রয়েছে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত হাফসেঞ্চুরি করেন রিঙ্কু। তিনি ৩৯ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে অপরাজিত ৬৮ রান করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি।</p>
<p>সূর্যকুমার যাদব ৮৬৫ নম্বর নিয়ে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৬ বলে ৫৬ রান করেছিলেন সূর্যকুমার। ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হারতে হয়েছিল ভারতকে। তবে ব়্যাঙ্কিংয়ে পুরস্কৃত হয়েছেন ভারতীয় তারকারা। দক্ষিণ আফ্রিকার ওপেনার রেজা হেনড্রিকস এখন আট নম্বরে উঠে এসেছেন। সূর্য ছাড়াও প্রথম দশে রয়েছেন ভারতের রুতুরাজ গায়কোয়াড় (৬৮১ পয়েন্ট)। তালিকার সাত নম্বরে রয়েছেন তিনি।</p>
<p><strong>ভারত-দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচ</strong></p>
<p>আগামী বছর আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। তার আগে হাতে পরে থাকা গুটিকয়েক টি-টোয়েন্টি ম্যাচে সব নকশা দেখে নিতে চাইছে ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA) দুই দলই। যদিও দুই দেশের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলেও, ভারতীয় ইনিংস ১৯.৩ ওভার ও প্রোটিয়া ইনিংস ১৩.৫ ওভারের বেশি দেখা সম্ভব হয়নি। ফের বাদ সেধেছিল বৃষ্টি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জোহানেসবার্গে সিরিজের ফয়সালা। ভারত জিতলে অমীমাংসিতভাবে শেষ হবে সিরিজ। দক্ষিণ আফ্রিকা জিতলে সিরিজ ২-০ ব্যবধানে ঝুলিতে ভরবেন এইডেন মারক্রামরা।</p>
<p><strong>ভারতীয় দলে জামশিদ-পুত্র</strong></p>
<p>সামনের বছরই কাতারে বসতে চলেছে এশিয়ান কাপের (AFC Asian Cup 2024) আসর। মেগা টুর্নামেন্টের আগে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে নারাজ&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের (Indian Football Team) কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। সেই টুর্নামেন্টের জন্য তাই আগেভাগেই ৫০ জন সম্ভাব্য খেলোয়াড়ের নাম ঘোষণা করে দিলেন ভারতীয় ফুটবল দলের কোচ। সেই তালিকায় ডিফেন্ডার আনোয়ার আলির নাম নেই। তবে প্রথমবার জাতীয় দলের তালিকায় রয়েছে কিংবদন্তি ফুটবলার জামশিদ নাসিরির পুত্র কিয়ান নাসিরি।</p>
<p><strong>অর্জুনের দৌড়ে শামি</strong></p>
<p>সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভারতীয় দল (Indian Cricket Team) খেতাব জিততে না পারলেও, গোটা টুর্নামেন্ট জুড়েই অনবদ্য পারফর্ম করে&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>। টিম ইন্ডিয়ার অনবদ্য পারফরম্যান্স অন্যতম বড় কারণ ছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। নিজের দুরন্ত বোলিংয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হন শামি। এবার অর্জুন পুরস্কারের (Arjuna Award) জন্যও তাঁর নাম মনোনীত করা হল।</p>
<p><strong>প্রত্যাবর্তনেই নায়ক রাসেল</strong></p>
<p>দুই বছরেরও অধিক সময় ধরে জাতীয় দলের হয়ে সুযোগ পাননি। তবে সুযোগ পেয়েই বাজিমাত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (WI vs ENG 1st T20I) ব্যাটে, বলে নিজের দক্ষতা প্রদর্শন করলেন&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/andre-russel" data-type="interlinkingkeywords">আন্দ্রে রাসেল</a>&nbsp;(Andre Russell)। নিজের প্রত্যাবর্তন ম্যাচেই জিতে নিলেন ম্যাচ সেরার পুরস্কার। বল হাতে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্য়াট হাতে ১৪ বলে অপরাজিত ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তারকা অলরাউন্ডার।</p>