Union Minister Smriti Irani Opposition To Period Leaves Fetches Diverse Political Reactions

নয়াদিল্লি: ঋতুস্রাব (Smriti Irani On Paid Menstrual Leave) কোনও প্রতিবন্ধকতা নয়, বরং মহিলাদের জীবনে ‘স্বাভাবিক ব্যাপার’, জানিয়ে দিলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। তাই ঋতুস্রাবের সময় সবেতন ছুটিরও পক্ষপাতী নয় কেন্দ্র, স্পষ্ট বক্তব্য তাঁর। বললেন, ‘একজন ঋতুযোগ্যা নারী হিসেবে বলতে পারি, ঋতুস্রাব এবং ঋতুচক্র কোনও বাধা নয়। নারীজীবনের স্বাভাবিক অঙ্গ। আজকের নারীরা নিত্যনতুন আর্থিক ক্ষেত্রে নিযুক্ত হচ্ছে। এই অবস্থায় এমন কোনও প্রস্তাব আমাদের আনা উচিত নয় যা তাঁদের সমানাধিকার থেকে বঞ্চিত করতে পারে।’ বৃহস্পতিবার, স্মৃতির মন্তব্যের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় ‘স্টোরি’ দেন কঙ্গনা রানাউত-ও (Kangana Ranaut Supports Smriti Irani)।

যা ঘটল…
মহিলাদের সবেতন ঋতুকালীন ছুটি নিয়ে আলোচনা বা বিতর্ক নতুন নয়। বুধবার, রাজ্য়সভার সাংসদ মনোজ কুমার ঝাঁ-র প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী বলেন, ‘ঋতুস্রাব হয় না এমন কারও মতামতের কথা খেয়াল রেখে এমন প্রস্তাব দেওয়া উচিত নয় যাতে মহিলারা সমানাধিকার থেকে এদিন কেন্দ্রীয় মন্ত্রীর এই অবস্থানের সমর্থনে ইনস্টা-স্টোরি দেন ‘কুইন’-র নয়িকা। তাতে লেখা ছিল, ‘…কোনোও নির্দিষ্ট অসুস্থতা না থাকলে, মহিলাদের সবেতন ঋতুকালীন ছুটির প্রয়োজন নেই। দয়া করে বোঝার চেষ্টা করুন, এটি ঋতুস্রাব। কোনো প্রতিবন্ধকতা নয়।’

আর যা…
সবেতন ঋতুকালীন ছুটির স্বপক্ষে না বললেও বর্তমান ‘Promotion of Menstrual Hygiene Management’ নিয়ে কথা বলেন স্মৃতি। ১০-১৯ বছর বয়সি কিশোরী ও তরুণীদের মধ্যে ঋতুকালীন স্বাস্থ্য এবং স্বচ্ছতা নিয়ে সচেতনতা তৈরিই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। জাতীয় স্বাস্থ্য় মিশনের আওতায় এই প্রকল্প চলে। তবে কেন্দ্রীয় মন্ত্রীর বুধবারের মন্তব্যের পর ফের আলোচনায় পুরনো বিতর্ক।
প্রসঙ্গত, হালে স্পেন এই ধরনের আইন পাশ করেছে। তাতে বলা হয়, যন্ত্রণাদায়ক ঋতুস্রাবে সবেতন ছুটি পেতে পারেন মহিলারা। বস্তুত, গোটা ইউরোপের মধ্যে স্পেনই প্রথম দেশ যারা এই পদক্ষেপ করেছে। ভারতের ক্ষেত্রে ছবিটা কী রকম? এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে সরকারের তরফে এমন কোনও প্রস্তাব আনা হয়নি যাতে সমস্ত কর্মক্ষেত্রে মহিলাদের সবেতন ঋতুকালীন ছুটির ব্যবস্থা করা যায়। তবে ঋতুকালীন পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে একটি খসড়া নীতি তৈরি করেছে কেন্দ্রের নারী ও শিশুকল্য়াম মন্ত্রক, জানান স্মৃৃতি।

আরও পড়ুন:প্রেমিকার থেকে ১২ বছরের ছোট! মালাইকার সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রোল প্রসঙ্গে কী মন্তব্য অর্জুনের?

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator