কালকিনিতে চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

আরিফুর রহমান, মাদারীপুর থেকে: মাদারীপুরের কালকিনিতে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। পরে অভিযান চালিয়ে মো. সবুজ মৃধাকে (৩০) গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ।

এদিকে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে আসামি পক্ষের লোকজন বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। গতকাল বৃহস্পতিবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অপরদিকে জমি নিয়ে বিরোধের জের ধরে এ মামলা করা হয়েছে বলে দাবি করেছেন আসামি পক্ষের লোকজন।

মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের সেলিম মৃধার ছেলে সবুজ একই গ্রামের এক অসহায় নারীকে দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভন দেখিয়ে আসছেন। পরে গত ২৮ নভেম্বর সকালে মাইক্রোবাসে তুলে নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে ওই নারীকে ধর্ষণ করেন সবুজ। এ ঘটনায় সবুজকে আসামি করে গত ২ ডিসেম্বর কালকিনি থানায় মামলা দায়ের করেছেন ওই নারী।

মামলার বাদী ওই নারী বলেন, ‘আমাকে চাকরির দেওয়া কথা বলে ধর্ষণ করেছে সবুজ। তাই আমি মামলা করেছি। এখন ওর পরিবারের লোকজনে আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছে। সবুজ মৃধা একজন মানব পাচারকারী।’

অভিযুক্ত সবুজের বাবা সেলিম বলেন, ‘জমি নিয়ে দ্বন্দ্বের কারণে মামলা করেছে। আমার ছেলে কোনো খারাপ কাজ করলে আমিও তার বিচার দাবি করছি। তবে আমি হুমকির বিষয় কিছু জানিনা।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, ‘ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সবুজকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’



সালাউদ্দিন/সাএ