বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর দীর্ঘশ্বাস

জোটের হিসাবনিকাশে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজের দীর্ঘশ্বাস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ আসনে ২২ বছর পর আওয়ামী লীগ নিজেদের প্রার্থী ঘোষনা করেছিল। নিজেদের প্রার্থী পেয়ে উজ্জীবিত হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মী ও ভোটারেরা। কিন্তু ১৪ দলীয় জোটের হিসাবনিকাশে তা খুব বেশি সময় টিকে থাকল না।

বৃহস্পতিবার জোটের বৈঠক শেষে জাসদের একেএম রেজাউল করিম তানসেনকে বগুড়া-৪ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হেলাল উদ্দিন কবিরাজ দীর্ঘশ্বাস ফেলছে। আশাহত হয়েছে আওযামী লীগের নেতাকর্মীরা। নিজেদের প্রার্থী পেয়েও তাকে হারাতে হচ্ছে জোটবদ্ধ নির্বাচন করার কারণে।

সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে শহীদুল আলম দুদুকে বগুড়া-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছিল। এরপর ১৪ দলীয় জোট গঠনের পর থেকে আর আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিতে পারেনি কাহালু-নন্দীগ্রামের ভোটারেরা।

এবিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ বলেন, এখনও দলীয় ভাবে আমাকে কিছু জানানো হয়নি। তবে খবরে দেখছি বগুড়া-৪ আসন জাসদকে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি আমি আস্থাশীল। আমাকে যা বলবে তাই করব। জাসদ প্রার্থীর ভোট করবেন কিনা এবিষয়ে জনতে চাইলে তিনি বলেন, দেখি নন্দীগ্রাম ও কাহালুর নেতাকর্মীদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত।

 



শাকিল/সাএ