বিশ্বে বাংলা গানের অন্যতম মুখপত্র ‘গানবাংলা’

দেশে তো বটেই, বিশ্বের নানা প্রান্তে বাংলা ভাষার টিভি চ্যানেলের সংখ্যা নেহায়েত কম নয়। সব হিসেব ছাপিয়ে পৃথিবীর প্রায় ৩০ কোটি বাঙালির কাছে বাংলা গানের প্রধান মুখপত্র হয়ে স্থান করে নিয়েছে ঢাকা ভিত্তিক টিভি চ্যানেল গানবাংলা। সংগীত নিয়ে দেশের একমাত্র টিভি চ্যানেলও এটি। ১০ বছর আগে (২০১৩) বিজয়ের এই দিনে (১৬ ডিসেম্বর) আনুষ্ঠানিক সম্প্রচারে আসে টিভি চ্যানেলটি। যার নেতৃত্বে আছেন গান অন্তপ্রাণ দম্পতি কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী।

বিগত ১০ বছর ধরে বাংলা গানের আন্তর্জাতিক বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করছে নিরলস। লোকসংগীতসহ সকল ধারার সংগীতকে আধুনিক যন্ত্রানুষঙ্গ সহযোগে নতুন প্রজন্মের শ্রবণ উপযোগী করে তোলা এবং বাংলার সমৃদ্ধ সংগীত ঐতিহ্যকে নবরূপে পুনরুদ্ধার ও চিরস্থায়ীকরণের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যে ধারাবাহিকতায় ২০১৬ সালে ‘মিউজিক ফর পিস’ স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে শুরু করে আন্তর্জাতিক সংগীত প্রকল্প ‘উইন্ড অব চেঞ্জ’। ৩৫টি দেশের ৬৪ জন খ্যাতনামা শিল্পীর অংশগ্রহণে দেশীয় গানের আন্তর্জাতিক মানের উপস্থাপনের মধ্য দিয়ে দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রশংসা অর্জন করে প্রতিষ্ঠানটি।

সফলতার ১০ বছর পূর্ণ করার প্রতিক্রিয়ায় চ্যানেলটির চেয়ারম্যান ফারজানা মুন্নী বলেন, ‘১০ বছর আগে আমাদের শুরুটা খুব ছোট পরিসরে হয়েছিল। কিন্তু স্বপ্নটা ছিল আকাশ ছোঁয়ার। গত ১০ বছরে আমরা অদম্য চেষ্টা করে চলেছি বাংলা গানের সঠিক বিকাশ ও আন্তর্জাতিক বিস্তারের জন্য। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা গেল ১০ বছর আমাদের সঙ্গে ছিলেন।’

এদিকে বাংলা গানকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার স্বীকৃতিস্বরূপ গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস অর্জন করেন ‘মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার-২০১৮’। এছাড়াও প্রকল্পটির জন্য সেরা সংগীত পরিচালক হিসেবে ভারতের ‘দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮’ ও ‘আজ তাক অ্যাচিভার অ্যাওয়ার্ডস’ অর্জন করেন কৌশিক হোসেন তাপস।

দেশীয় সংস্কৃতির অগ্রযাত্রা আরও বেগবান করতে সহযোগী প্রতিষ্ঠান টিএম ফিল্মসের ব্যানারে বেশ ক’টি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন তাপস-মুন্নী দম্পতি। পাশাপাশি গান তৈরির জন্য গড়েছেন টিএম রেকর্ডস।

এদিকে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫ ডিসেম্বর দিবাগত রাত থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেলটি। প্রতিষ্ঠান প্রাঙ্গণে রাত ১২টা ১ মিনিটে কেক কেটে মহান বিজয় দিবস ও গানবাংলার জন্মদিন উদযাপন করা হবে। রাতভর কনসার্টে নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ বীরাঙ্গনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

প্রতিষ্ঠার ১০ বছর পেরিয়ে গানবাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস বলেন, ‘প্রতি বছর মহান বিজয়ের এই দিনে (১৬ ডিসেম্বর) গানবাংলা নতুন শপথে নতুন যাত্রার দিকে এগিয়ে যায়। বাংলা সংগীতের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে সংকল্পবদ্ধ গানবাংলা ইতোমধ্যে হয়ে উঠেছে বাংলা গানের মুখপত্র। আমাদের সফলতার পেছনে আছে দেশের সংগীতাঙ্গনের প্রতিটি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন ও ভালোবাসা। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতনামা শিল্পীদের আস্থা ও পূর্ণ সমর্থন গানবাংলার আশীর্বাদ হয়ে আছে সবসময়। সকলকে আমাদের আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। ভালোবাসা বাংলা গানের সকল শ্রোতা ও দর্শকদের প্রতি।’

চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন: