সূর্যকুমারের সেঞ্চুরি, কুলদীপের ঘূর্ণিতে ভারতের বড় জয়

দক্ষিণ আফ্রিকার আগ্রাসী ব্যাটিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে গিয়েছিল ভারত। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে তারা ছিল আক্রমণাত্মক। অধিনায়ক সূর্যকুমার যাদবের দুর্দান্ত সেঞ্চুরিতে জয়ের ভিত গড়ে ফেলে সফরকারীরা। ২০১ রানের জবাবে কুলদীপ যাদবের স্পিনে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা। ১০৬ রানের বড় জয়ে সিরিজ ১-১ এ সমতায় শেষ করেছে ভারত।

টসে জিতে বোলিং নিয়ে দারুণ শুরু করে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ওভারে কেশভ মহারাজ পরপর শুবমান গিল (৮) ও তিলক ভার্মাকে (০) ফেরান। ২৯ রানে ২ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় ভারত।

তৃতীয় উইকেটে যশস্বী জয়সওয়াল ও সূর্যকুমারের ১১২ রানের জুটিতে সফরকারীরা বড় স্কোরের ভিত গড়ে। জয়সওয়াল ৪১ বলে ৬ চার ও ৩ ছয়ে ৬০ রানে থামেন।

তারপর রিংকু সিংকে এক প্রান্তে রেখে সূর্যকুমার রানের গতি বাড়ান। শেষ ওভারের দ্বিতীয় বলে তিনি থামেন। ৫৬ বলে ৭ চার ও ৮ ছয়ে ১০০ রান করেন ভারতের অধিনায়ক। এটি তার চতুর্থ টি-টোয়েন্টি সেঞ্চুরি। একই ওভারে আরও দুই ব্যাটার সাজঘরে ফেরেন। ৭ উইকেটে ২০১ রান করে ভারত।

লক্ষ্যে নেমে ৬ ওভার শেষে ৪২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। মিডল অর্ডার থেকে টেল এন্ডারে ধস নামান কুলদীপ। এই স্পিনার মাত্র ২.৫ ওভারে ১৭ রান দিয়ে নেন ৫ উইকেট। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ডেভিড মিলার। ২৫ রান আসে এইডেন মারক্রামের ব্যাটে। ১৩.৫ ওভারে ৯৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।