সোনা বিক্রির নামে প্রতারণার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, ধরা পড়ল ৫ অনুগামী

সোনা বিক্রির নামে প্রতারণা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন তৃণমূল নেতা ঘনিষ্ঠ ৫ যুবক। কোনও ক্রমে পালালেন তৃণমূল নেতা নিজে। শুক্রবার উত্তর ২৪ পরগনার নিমতা থাকা এলাকার বেলঘরিয়ার ঘটনা। ধৃতদের জেরা করে পলাতক তৃণমূল নেতার খোঁজ চালাচ্ছে পুলিশ।

নিমতা – বেলঘরিয়া এলাকায় বেশ কিছুদিন ধরে সোনা বিক্রির নামে প্রতারণার অভিযোগ আসছিল। সেই মতো শুক্রবার ফাঁদ পাতে গোয়েন্দা বিভাগ। এক ব্যক্তির সঙ্গে ১৫ লক্ষ টাকার বিনিময়ে ৩০০ গ্রাম সোনা দেওয়ার কথা হয়। বর্তমান বাজারদর অনুসারে ৩০০ গ্রাম সোনার দাম প্রায় ২০ লক্ষ টাকা। কথা মতো বেলঘরিয়ায় নির্দিষ্ট জায়গায় জড়ো হয় ৫ অভিযুক্ত। 

তখনই তাদের চারিদিক থেকে ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। গ্রেফতার করেন ৫ জনকে। স্থানীয়রা জানিয়েছেন একটু দূরেই ছিলেন বুবাই মজুমদার নামে এক যুব তৃণমূল নেতা। কোনওক্রমে এলাকা ছেড়ে পালান তিনি। ধৃতদের মধ্যে কামারহাটি পৌরসভার এক সাফাইকর্মীর রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, ধৃতরা সবাই বুবাইয়ের ঘনিষ্ঠ। বুবাই আবার মদন মিত্রের ঘনিষ্ঠ। এ ছাড়াও একাধিক তৃণমূল নেতার সঙ্গে ওঠবস রয়েছে তাঁর।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে বুবাই মজুমদারের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।