Combat Drones: বোম, মিসাইল সবই ফেলতে পারবে দেশীয় ড্রোন, বিরাট সাফল্যের পথে ভারত

রাহুল সিং

এবার মারণ যুদ্ধ ড্রোন তৈরির ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল ভারত। এই ড্রোনের মাধ্যমে মিসাইল ছোঁড়া যাবে। বোম ফেলা যাবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ড্রোন। ডিআরডিও এনিয়ে ট্রায়াল রানও করেছে। কর্ণাটকের চিত্রদুর্গাতে এই সফল মহড়া হয়েছে বলে খবর।

এই সিস্টেমটা SWiFT বলে পরিচিত। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইং উইং প্রযুক্তির ক্ষেত্রে যে দেশ এগিয়ে রয়েছে তার মধ্য়ে অন্য়তম হবে ভারত।

ইউএভি। ২০০২ সালের জুলাই মাসে এটার মহড়া হয়েছিল। সম্প্রতি যে মহড়া হয়েছিল সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ড্রোন। এয়ার মার্শাল অনিল চোপড়া( অবসরপ্রাপ্ত) সেন্টার ফর এয়ার পাওয়ার স্টাডিজ জানিয়েছেন, এর মাধ্যমে ভারতের সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী হবে। ভারতীয় বায়ুসেনাও এর মাধ্য়মে শক্তিশালী হবে। মানুষ ছাড়াই এগুলি কার্যকরী করা যাবে।

আত্মনির্ভর ভারতের অন্যতম অঙ্গ হল এই দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন। গ্রাউন্ড রাডার, পাইলট, পরিকাঠামো কিছুই প্রয়োজন হবে না। যে কোনও রানওয়ে থেকে এটা ওঠা নামা করতে পারবে। গগন GPS Aided GEO Augmented Navigation GAGAN) প্রযুক্তির মাধ্য়মে এটা কার্যকরী হবে।

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ড্রোনের সফল মহড়ার জন্য় অভিনন্দন জানিয়েছেন। এই জটিল যন্ত্র ভারত দেশীয় প্রযুক্তিতে তৈরি করতে পারায় দেশের সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী হবে।

ডিআরডিও প্রধান সমীর ভি কামাত গোটা ডিআরডিও টিমকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে আগামী তিন চার বছর এমকিউ-৯৮ রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেমকে ব্যবহার করবে। এটা আমেরিকা থেকে আমদানি করা হবে।