Debangshu takes a dig at Sukanta: ‘আপনি তো শিক্ষিত’, সংসদ হামলার ললিতের সঙ্গে TMC ‘যোগ’ পাওয়ায় সুকান্তকে তোপ দেবাংশুর

সংসদে ‘হামলা’-র মাস্টারমাইন্ড ললিত ঝায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায়ের যোগ আছে। এমনই দাবি করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। নিজের দাবির স্বপক্ষে দুটি ছবিও (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) পোস্ট করেন বালুরঘাটের বিজেপি সাংসদ। যদিও সুকান্তের অভিযোগের প্রেক্ষিতে তাপস বলেন, ‘ছ্যাবলামো হচ্ছে? ফাজলামো হচ্ছে।’ একইসুরে সুকান্তকে কটাক্ষ করেছেন তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, ‘উনি তৃণমূল ঘনিষ্ঠ আর বিজেপির সাংসদ এন্ট্রি পাস দিচ্ছেন? বাহ! আপনি তো যথেষ্ট শিক্ষিত সুকান্তবাবু, বিজেপিতে গিয়েই এরকম হয়ে গেলেন কেন?’

যে দুটি ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) নিয়ে বঙ্গ রাজনীতিতে টানাপোড়েন শুরু হয়েছে, তা বৃহস্পতিবার রাতের দিকে নিজের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেসের তাপস রায়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই যোগসূত্র আছে আমাদের গণতন্ত্রের মন্দিরে হামলার মাস্টারমাইন্ড ললিত ঝায়ের। ওই নেতার যোগসাজশের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করার জন্য এই প্রমাণটাই যথেষ্ট নয় কি?’

একই ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ফেসবুকে পোস্ট করে সুকান্ত লেখেন, ‘গতকাল পার্লামেন্টের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার ঘটনার কিংপিন তথা পরিচালক ললিত ঝা আসলে কি তৃণমূল বিধায়ক তাপস রায় ঘনিষ্ঠ? কোনও ইস্যু না পেয়েই কি তৃণমূল গণতন্ত্রের পবিত্র মন্দিরকে বদনাম করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটাল? পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্তের অনুরোধ জানাই।’

যদিও সেই ছবি রাজনীতিতে পাত্তা দিতে চাননি তৃণমূল বিধায়ক। তিনি দাবি করেন, অনেকেই তাঁদের সঙ্গে ছবি তোলেন। শোনা যাচ্ছে যে এটা ২০২০ সালের ফেব্রুয়ারির ছবি। ব্যক্তিগতভাবে ললিতকে চেনেন না বলেও দাবি করেছেন তাপস। সেইসঙ্গে বিজেপিকে পালটা আক্রমণ শানিয়ে তাপস বলেন, ‘এরকম গুরুতর বিষয় নিয়ে ছ্যাবলামো করা হচ্ছে? ফাজলামো করা হচ্ছে।?’

তবে শুধু সুকান্ত নন, ওই ছবির (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) প্রেক্ষিতে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালবিয়াও। তিনি বলেন, ‘সংসদে নিরাপত্তা ব্যবস্থা গলদের ঘটনায় পলাতক ললিত ঝায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ সামনে এল। তৃণমূলের নেতাদের সঙ্গে তাঁর কয়েকটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে।’ তাতে পালটা দেবাংশু বলেন, ‘কিন্তু বিজেপি সাংসদের থেকে পাস পেল। তাহলে মিস্টার অমিত মালবিয়া, আপনার দলের সাংসদ আজকাল বিরোধী সমর্থকদের পাস দিচ্ছেন? কী মজাদার বিষয় না!’

আরও পড়ুন: Lalit Jha: থানায় আত্মসমর্পণ ললিতের! কলকাতার ঘুপচি ঘরের যুবকই সংসদ কাণ্ডে মূল চক্রী