Deepti Sharma’s Fifer, Harmanpreet Kaur’s Fighting Innings Put Indian Women In Driver Seat Vs England Women After Day 2

মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের (INDW vs ENGW) প্রথম দিনে দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ম্যাচের রাশ এমনিই ভারতীয় দলের হাতে চলে এসেছিল। দ্বিতীয় দিনে সেই রাশ আরও মজবুত হল। দীপ্তি শর্মার (Deepti Sharma) অনবদ্য বোলিং এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) লড়াকু ব্যাটিংয়ে ভর করে দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দল ইংল্যান্ডের থেকে ৪৭৮ রানে এগিয়ে রয়েছে।

দ্বিতীয় দিনের শুরুতে ভারতীয় দল গত রাতের ৪১০ রানের সঙ্গে খুব একটা বেশি রান যোগ করতে পারেনি। মাত্র ১৮ রানের ব্যবধানেই শেষ তিন উইকেট হারায় ভারত। ৬৭ রান করে আউট হন দীপ্তি শর্মা।সেট হওয়া সত্ত্বেও বড় রান করার সুযোগ হাতছাড়া করলেও, বল হাতে তা সুদে আসলে মিটিয়ে দেন দীপ্তি। তিনি পাঁচ উইকেট নেন।

ইনিংসের শুরুটা সোফিয়া ডাঙ্কলি আগ্রাসী মেজাজে করলেও, রেণুকা সিংহের স্বপ্নের ইনসুইং বলে তাঁর ইনিংস সমাপ্ত হয়। ১১ রানে আউট হন তিনি। এরপর অধিনায়ক হায়দার নাইটকে এলবিডব্লু করেন পূজা বস্ত্রকর। ইংল্যান্ড অধিনায়ক ১১ রানে আউট হন। আরেক ওপেনার ট্যামি বিউমন্ট বেশ খানিকটা সময় ক্রিজে টিকে থাকেন। ন্যাটের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপও গড়েন তিনি। তবে খুব বেশি রান করতে পারেননি ট্যামি। তাঁর সংগ্রহ মাত্র ১০ রান। 

ন্যাট একদিকে নিজের ইনিংস চালিয়ে গেলেও, অপরদিকে থেকে নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ড্যানি ওয়াইট, অ্যামি জোন্সরা কেউই বড় রান করতে পারেননি। ড্যানি ১৯ ও অ্যামি ১২ রান করেন। তারপর দীপ্তির দাপটে আর কেউ দুই অঙ্কের রানও করতে পারেননি। ১৩৬ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। দীপ্তির পাঁচ উইকেটের পাশাপাশি স্নেহ রানা দুই এবং পূজা ও রেণুকা একটি করে উইকেট নেন। ট্যামি বিউমন্ট রান আউট হন।

প্রথম ইনিংস শেষে ভারতীয় দল ২৯২ রানে এগিয়ে ছিল। এত বড় রানের লিড নেওয়ার পর যে ম্যাচের রাশ হরমনপ্রীতদেরই হাতে ছিল, তা বলাই বাহুল্য। তবে এত ভারতীয় দল তা সত্ত্বেও ফলো অনের বদলে আবা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সম্ভবত চতুর্থ ইনিংসে ব্যাট করতে হলে সমস্যায় পড়তে হতে পারে, সেই কথা মাথায় রেখেই হরমনপ্রীত পুনরায় ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই ভারতীয় ওপেনার শেফালি বর্মা এবং স্মৃতি মান্ধানা দ্রুত গতিতে রান করা শুরু করেন। দুইজনে মিলে ওপেনিংয়ে অর্ধশতরানের পার্টনারশিপও গড়ে ফেলেন। তবে চার্লি ডিন ও সোফি একেলস্টোন দুরন্তভাবে ইংল্য়ান্ডকে ম্যাচ ফেরান। সোফি দুই এবং চার্লি চারটি উইকেট নেন। স্মৃতি ২৬, শেফালি ৩৩ এবং জেমাইমা রড্রিগেজ় ২৭ রানের ইনিংস খেলেন। শুরুটা ভাল করলেও, কেউই বড় রান করতে পারেননি। কিন্তু দিনের শেষে ৪৪ অপরাজিত রয়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁকে সঙ্গে দিচ্ছেন ১৭ রানে ব্যাট করা পূজা বস্ত্রকর। ভারত ছয় উইকেটের বিনিময়ে ১৮৬ রান তুলে দিন শেষ করে। কাল দ্রুত প্রয়োজনীয় রান তুলে ইংল্যান্ডকে আবার ব্যাটিংয়ে নামানোর লক্ষ্যে নিয়ে সম্ভবত মাঠে নামবেন হরমনপ্রীতরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: ভারতীয় দলের সাত নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই?