Mohammed Shami Claims To Able To Do 750kg Leg Press

নয়াদিল্লি: সদ্য সমাপ্ত বিশ্বকাপে নিজের দুরন্ত বোলিংয়ে সকলকেই প্রভাবিত করেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপ জিততে না পারলেও, সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসাবে টুর্নামেন্ট শেষ করেন শামি। কিছুকাল আগেও শামি ফিটনেস নিয়ে বড় রকমের প্রশ্ন ছিল। তবে করোনাকালে নিজের ফিটনেস রুটিন সম্পূর্ণ বদলে ফেলেন ভারতের তারকা ফাস্ট বোলার। বর্তমানে তিনি দলের সবথেকে ফিট খেলোয়াড়দের অন্যতম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস প্রসঙ্গে কথা বলতে গিয়ে শামি নিজেকে বিশ্বের সবথেকে শক্তিশালী ক্রিকেটারদের মধ্যে একজন বলে জানান। শামির দাবি অনুযায়ী ভারতীয় দলের আর কোনও ক্রিকেটার তাঁর মতো ভারোত্তোলন করতে পারেন না। কেবল সোশ্যাল মিডিয়ায় তিনি সবকিছু পোস্ট করেন না বলে, লোকজন এই বিষয়ে তেমন অবগত নন। শামি বলেন, ‘আর কোনও ক্রিকেটার জিমে আমার থেকে বেশি ওজন তোলে না। আমি তো সোশ্যাল মিডিয়ায় জিনিসপত্র তেমন পোস্ট করি না, তাই লোকজন খুব একটা এই বিষয়ে অবগত নন। তবে ৭৫০ কেজি ওজন নিয়ে আমি লেগ প্রেস করতে পারি।’

 


 

শামির অনবদ্য বোলিং তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়। তাঁর এহেন পারফরম্যান্সের পর শামির নাম অর্জুন পুরস্কারের জন্যও মনোনীত করা হয়েছে। দেশের ক্রীড়াবিদদের জন্য মেজর ধ্যানচাঁদ পুরস্কারের পর দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হল অর্জুন পুরস্কার। সেই পুরস্কারের জন্যই শামির নাম মনোনীত করা হয়েছে। খবর অনুযায়ী, শামির নাম প্রাথমিক তালিকায় না থাকলেও, বিসিসিআইয়ের তরফে শামির নাম মনোনয়নের জন্য অনুরোধ করা হয়।

প্রসঙ্গত, বিশ্বকাপের পর থেকে এখনও অবধি একটিও ম্যাচ খেলেননি শামি। বর্তমানে চোটের কবলে রয়েছেন তিনি। তিনি দক্ষিণ আফ্রিকা সফরে কেবল টেস্ট দলে রয়েছেন। তবে গোড়ালির চোটে ভুগছেন শামি। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় টেস্ট দলের অন্যান্য সদস্যদের সঙ্গে হয়ত রামধনুর দেশে পাড়ি দেবেন না শামি। খবর অনুযায়ী শেষ ক্রিকেটার হিসেবে অধিনায়ক রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেবেন। তবে ৩৩ বছরের ভারতীয় পেসার নাকি যাবেন না। তবে আদপে কী হবে, তা সময়ই বলবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: কঠিন রোগের শিকার অস্ট্রেলিার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন!