Parliament: ছেলেকে নিয়ে আক্ষেপ বাবার! ইঞ্জিনিয়ারিং পাস করা মনোরঞ্জন একী করলেন সংসদে, কী কী বই মিলেছে তার বাড়ি থেকে…

মনোরঞ্জন ডি। সংসদকাণ্ডে অন্য়তম অভিযুক্ত তিনি।  তার বাড়ি আদতে মাইসুরুতে বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। বিজেপি এমপি প্রতাপ সিংহ তাকে সংসদে প্রবেশের পাস দিয়েছিলেন বলে খবর। সেই সাংসদকে বরখাস্ত করার দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। 

এদিকে ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই মনোরঞ্জনের বাড়িতে হাজির হয় মাইসুরু পুলিশ। বিজয়নগরের বাড়িতে এসেছিল পুলিশ। এদিকে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, সিসি ক্য়ামেরা পরীক্ষা করে দেখা হোক মনোরঞ্জন নিজে ওই বিজেপি এমপির বাড়িতে ছিলেন কি না।

মনোরঞ্জনের বাবার নাম দেবরাজ গৌড়া। সংসদের ঘটনা ছড়িয়ে পড়তেই বাড়ির সামনে ভিড় করেন উৎসাহী মানুষ। দেবরাজের দাবি, সংসদে সুরক্ষা ভঙ্গের ঘটনা নিয়ে তদন্তকারী আধিকারিকরা তাঁকে কিছু জানায়নি।মিডিয়া রিপোর্টের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। 

মনোরঞ্জনের মা জানিয়েছেন, তাঁর ছেলে কাজকর্ম করতে চাইত না। এমনকী ভোট দিতেও চাইত না তার ছেলে। বেশিরভাগ সময়ই সে বেঙ্গালুরুতে থাকত। এই ঠিকানায় কোনও দিন কোনও কিছু তার নামে আসেনি। সূত্রের খবর, মনোরঞ্জনের সঙ্গে অন্যদের পরিচয় হয়েছিল সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে। 

এদিকে দিল্লি পুলিশ জানতে পারে, মনোরঞ্জন আসলে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। মনোরঞ্জনের বাড়ি থেকে অন্তত ৩৫টি বই বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ। তার মধ্য়ে যে বইগুলি পাওয়া গিয়েছে সেগুলি হল..

দ্য আর্ট ওয়ার

গেরিলা ওয়ারফেয়ার

ডোংরি টু দুবাই-সিক্স ডিকেডস অফ দ্য মুম্বই মাফিয়া

চার্লস ডিকেন্স

অলিভার টুইস্ট

বাইকুল্লা টু ব্যাঙ্কক

খবর টাইমস নাও সূত্রে। 

আর মনোরঞ্জনের বাবা দেবরাজ ডি জানিয়েছেন সংবাদমাধ্য়মে, ছেলে বলেছিল বেঙ্গালুরু যাচ্ছি। মাঝেমধ্যেই ও দিল্লি ও বেঙ্গালুরু যেত। আমার সঙ্গে কাজ করত। হাঁটাহাটি করত, বই পড়ত এর বাইরে কোনও বাজে কাজ সে করত না। আমরা কৃষক পরিবার। সে চাষের কাজও করত। আমি ছেলের এই কাজকে সমর্থন করি না। লোকসভা, বিধানসভা সরকারি সম্পত্তি। সেখানে এই ধরনের কাজ করাটা ঠিক নয়। বাবা হিসাবে এটা মানতে পারছি না।