Swiggy 2023 report: রোজ চারটি বিরিয়ানি অর্ডার এক ব্যক্তি, বাৎসরিক ৪২ লাখের বিল আরেক গ্রাহকের

বছর প্রায় শেষের মুখে। অনলাইন খাবার ডেলিভারি অ্যাপ সুইগি (Swiggy) তাদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। তবে সে রিপোর্টকে রিপোর্ট না বলে চমকের ভাণ্ডার বললেও ভুল বলা হয় না। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত প্রায় গোটা বছরের তথ্য বিশ্লেষণ করেছে সুইগি। তাতেই এমন সব চমকের মুখোমুখি হয়েছে সংস্থা। কী কী তথ্য মিলেছে রিপোর্টে? আসুন দেখে নেওয়া যাক।

একাই লাখ লাখ টাকা অর্ডার!

সারা ২০২৩ সালে মুম্বইয়ে এক ব্যক্তি লাখ টাকার খাবার অর্ডার করেছেন। এক লাখ নয়। নয় নয় করে তিনি ৪২.৫ লাখ টাকার খাবার অর্ডার করেছেন সুইগি অ্যাপে‌। বলা ভালো, এই পরিমাণ টাকা সারা বছরে মাইনে পাওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। আর পেলে বর্তেও যান!

(আরও পড়ুন: সুখবরের পাশাপাশি সমস্যার আশঙ্কা কেরিয়ারে! কর্কট রাশির ২০২৪ কেমন হতে চলেছে)

ঝাঁসিতে বিশাল পার্টি অর্ডার!

ঝাঁসিতে এই বছর সবচেয়ে বড় পার্টি অর্ডার পেয়েছে সুইগি। পার্টি অর্ডার বলতে কোনও অনুষ্ঠানে খাবার ডেলিভারি করার অর্ডার। ঝাঁসির অর্ডারটি সবচেয়ে বড় কেন? কারণ সেখানে একসঙ্গে ২৬৯ টি পদ অর্ডার দেওয়া হয়।

পিজ্জার চমক!

এসবেই শেষ নয়। আরেক চমকে দেওয়ার মতো জিনিস হল পিজ্জার অর্ডার। ওড়িশার ভুবনেশ্বর এক গৃহস্থ পিজ্জা খেতে গিয়ে গোটা দেশে রেকর্ড গড়ে ফেললেন। একদিনে তিনি অর্ডার দিয়েছেন ২০৭ পিজ্জা!

(আরও পড়ুন: কেরিয়ারে চ্যালেঞ্জ, স্বাস্থ্যের ঝুঁকিও রয়েছে! ২০২৪ কেমন কাটবে মিথুন রাশির)

বছরে ১৬৩৩ বিরিয়ানি একাই! 

বিরিয়ানি অর্ডার দিয়ে গোটা দেশে রেকর্ড গড়েছেন হায়দরাবাদের এক ক্রেতা। তিনি বছরে ১৬৩৩টি বিরিয়ানি অর্ডার দিয়েছেন‌। যার অর্থ রোজ অন্তত ৪টি বিরিয়ানি অর্ডার করেছেন তিনি। 

ভারতীয়দের প্রিয় খাবার (Indian’s favourite food) কী? 

বিরিয়ানি। সবচেয়ে বেশি অর্ডার করা খাবারের মধ্যে এগিয়ে বিরিয়ানিই। ২০২৩ সালে প্রতি সেকেন্ডে দেশে ২.৫ বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে। এই নিয়ে অষ্টম বছরেও বিরিয়ানি ভারতীয়দের প্রিয় খাবার হিসেবে রেকর্ড গড়ল সুইগি অ্যাপে। প্রতি ৬ টা অর্ডারের মধ্যে একটি অর্ডার আবার হায়দরাবাদ থেকে এসেছে। সারা বছরে ৪০,৩০,৮২৭ বার বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে সুইগিতে।

মিষ্টির মধ্যে এগিয়ে রয়েছে গোলাপজাম। রসগোল্লাকে ছাপিয়ে গিয়েছে এই মিষ্টি। দুর্গাপুজোর মরসুমেই এই মিষ্টি মোট ৭৭ লাখ অর্ডার করা হয়েছে।

নিরামিষ অর্ডারের মধ্যে এগিয়ে রয়েছে মশলা দোসা। নবরাত্রির সময় এটিই সবচেয়ে বেশি অর্ডার করা হয়েছে। অন্যদিকে হায়দরাবাদে জয়জয়কার ইডলির। ওই রাজ্যে ৬ লাখ মানুষ এই পদ অর্ডার করেছেন।