WB connection in Parliament case: পুরুলিয়ায় চালান NGO, সংসদে হামলার ঘটনায় নাম জড়াল বাংলার পড়ুয়ার, খুললেন মুখ

বাড়ি উত্তর ২৪ পরগনার হালিশহরে। পুরুলিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন চালান। সংসদ ভবনে হামলার ঘটনায় জড়িয়ে গেল পশ্চিমবঙ্গের সেই কলেজ পড়ুয়ার নীলাক্ষী আইচের নাম। পুলিশ সূত্রে খবর, সংসদ ভবনে হামলাকাণ্ডে অভিযুক্ত হিসেবে ললিত ঝা নামে যে ব্যক্তির নাম উঠে এসেছে, সেই ব্যক্তি বুধবারের ঘটনার পরই হোয়্যাটসঅ্যাপে নীলাক্ষীকে সেই ভিডিয়োও পাঠিয়েছিল। যদিও ললিতের বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানা নেই বলে দাবি করেছেন নীলাক্ষী। তাঁর দাবি, তিনি যে স্বেচ্ছাসেবী সংগঠন চালান, ললিত সেই সংগঠনের সদস্য হলেও সংসদ হামলায় অভিযুক্তদের বিষয়ে তেমন কিছু জানেন না। সে কলকাতায় থাকে বলে জানালেও কোনও নির্দিষ্ট ঠিকানা দেয়নি।

বুধবার সংসদ ভবনে হামলার ঘটনার পরই ললিতের নাম উঠে এসেছে। সংবাদংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ সূত্রে খবর মিলেছে যে ঘটনার পর থেকে তার হদিশ মিলছে না। শেষবার রাজস্থানে তাকে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু তারইমধ্যে নীলাক্ষীর সঙ্গে ললিতের কী যোগ আছে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

নীলাক্ষী স্বীকার করে নিয়েছেন যে ললিতের সঙ্গে তাঁর পরিচিতি আছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, নীলাক্ষী দাবি করেছেন যে গত এপ্রিলে তাঁর সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল ললিতের। এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, নীলাক্ষী বলেন যে ‘গতকাল বেলা ১২ টা ৫০ মিনিট নাগাদ উনি আমায় সংবাদমাধ্যমের কভারেজ দেখতে পারে। তখন আমি বিষয়টা ঠিক জানতাম না। কারণ আমি ওই সময় কলেজে ছিলাম। বাড়ি ফিরে আমি পুরো ফুটেজ দেখি। আমার কাছে সেই ভিডিয়ো ফুটেজ রেখে দিতে বলেন।’

আরও পড়ুন: Parliament Security Breach: সংসদে হামলাকারীদের বিরুদ্ধে UAPA, সাসপেন্ড ৮ নিরাপত্তাকর্মী, মাস্টারমাইন্ড অন্য কেউ?

ওই প্রতিবেদন অনুযায়ী, নীলাক্ষী বলেন যে ‘উনি আমার কাছের বন্ধু ছিলেন না। আমার নিজের স্বেচ্ছাসেবী সংগঠন আছে। যা আদিবাসীদের উন্নয়নের জন্য কাজ করে থাকে। উনি একটি সংগঠনের সদস্য ছিলেন। এপ্রিলে তাঁর সঙ্গে আলাপ হয়েছিল।’ নীলাক্ষী দাবি করেছেন যে সেইসময় সকলকে সাহায্য করছিল ললিত। ব্যক্তিগতভাবে সেরকম চিনতেন না। নীলাক্ষীর কথায়, ‘উনি নিজের বিষয়ে কখনও কোনও কথা বলেননি। উনি সবসময় নিজের ব্যক্তিগত তথ্য লুকিয়ে রাখতেন। কোনও নিজের নির্দিষ্ট ঠিকানা বা নিজের পরিবারে কে আছেন, সেই বিষয়ে কোনওদিন জানাননি। তবে আমর সামনে তাঁকে কোনওদিন হিংসাত্মক রূপে দেখিনি।’

আরও পড়ুন: Parliament Security Breach: এমএ পাশ! শিক্ষকতার চাকরি কিছুতেই পাচ্ছিল না মেয়েটা, সংসদকাণ্ডে দাবি ধৃত নীলমের মায়ের