তাহিরপুরে বিজয় দিবস পালিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নানান আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করে শান্তি প্রতিক কবুতর ও বেলুন অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন,ওসি নাজিম উদ্দিন উপস্থিত। পরে প্রতিষ্ঠানের কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়। 

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি,সিলেট জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক জেলা আ,লীগের সদস্য এডঃ রঞ্জিত চন্দ্র সরকার, উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠান কর্মকর্তা কর্মচারী,আ,লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগন।



সালাউদ্দিন/সাএ