BJP Bengal: কেন লোকসভা ভোটে বাংলায় মহিলা প্রার্থীর সংখ্যা বাড়াতে চায় বিজেপি?

২০১৯-এর তুলনায় লোকসভায় নির্বাচনে এবার বেশি মহিলা প্রার্থী দিচ্ছে তৃণমূল। তেমনটাই খবর দলীয় সূত্রে। স্ট্র্যাটিজে বদলে এবার মহিলা প্রার্থীর সংখ্যা বাড়তে চায় রাজ্য বিজেপিও। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুয়ায়ী কমপক্ষে ১০ জন ও সর্বাধিক ১২ জন মহিলাকে প্রার্থী করতে চায় বিজেপি। লোকসভায় যারা প্রার্থী হওয়ার জন্য যাঁরা যোগ্য তাঁদের নামের তালিকাও পাঠাতে বলা হয়েছে দিল্লি থেকে।

ইতিমধ্যে সম্ভাব্য মহিলা প্রার্থীর তালিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে দলের অন্দরে। দুই সাংসদ লকেট চট্টোপাধ‌্যায় ও দেবশ্রী চৌধুরি ছাড়াও দলের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, মাফুজা খাতুন ও ভারতী ঘোষের নাম উঠে আসছে আলোচনা। লকেট ও দেবশ্রী গত লোকসভা নির্বাচনে জিতলেও, শ্রীরূপা, মাফুজা ও ভারতী হেরে গিয়েছিলেন। তবু এবার তাঁদের প্রার্থী করা হচ্ছে বলে জানা গিয়েছে।

এ ছাড়া প্রার্থী হিসাবে রাজ‌্য নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, দলের রাজ‌্য সহ-সভাপতি মধুছন্দা করের নাম উঠে আসছে। এরসঙ্গে দলের বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং অভিনেত্রী অঞ্জনা বসুরও নাম উঠে আসছে আলোচনায়। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ রূপা গাঙ্গুলিকে চাইছেন প্রার্থী হিসাবে। যদিও রাজ্যসভায় তাঁরে মেয়াদ শেষ হবার পর আর তেমন দলের সঙ্গে যোগাযোগ রাখছেন না রূপা। তবু দিল্লি নেতৃত্বের একাংশ চাইছে তিনি এবারের লোকসভা নিবাচর্নের প্রার্থী হোন।

কেন মহিলা প্রার্থীর সংখ্যা বাড়ানোতে জোর দেওয়া হচ্ছে। দলের একাংশের মতে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়ে গিয়েছে। আগামী দিনে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করতে হবে। তাই আসন্ন লোকসভা নির্বাচন থেকে সেই অভ্যাস তৈরি করতে চাইছে।

যদিও অন্য একটি যুক্তিও রয়েছে। এবার যদি তৃণমূল মহিলা প্রার্থী সংখ্যা বাড়ায় তবে টক্কর দিতে গেলে মহিলা প্রার্থীর সংখ্যা গেরুয়া শিবিরকেও বাড়াতে হবে। সেই কারণেই রাজ্য নেতৃত্বের কাছে মহিলা প্রার্থীর সম্ভাব্য তালিকা পাঠাতে বলা হয়েছে।

তৃণমূলের ৪১ থেকে ৪৫ শতাংশ

গতবারের লোকসভা নির্বাচনে ৪২টি আসনে ৪১ শতাংশ মহিলাকে টিকিট দিয়েছে তৃণমূল। এবার সেই শতাংশ বাড়িয়ে ৪৫ করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে ২০ জনকে প্রার্থী করা হতে পারে। প্রার্থী বাছার ক্ষেত্রে শুধু গ্যামার নয়, তথ্য-যুক্তির লড়াইয়ে যাঁরা দড় তাঁদের প্রার্থী করা হতে পারে। তৃণমূল নেত্রী সেই রকমটাই চাইছেন।