IPL 2024 Likely To Be Rohit Sharma’s Last Season With Mumbai Indians, Claim Reports

নয়াদিল্লি: আইপিএলের (IPL) সফলতম অধিনায়ক তিনি। তবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক হিসাবে রোহিত শর্মার (Rohit Sharma) জমানার অবসান ঘটেছে। আসন্ন মরশুমের জন্য হার্দিক পাণ্ড্যকে পল্টনদের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। এবার শোনা যাচ্ছে আসন্ন মরশুমের পর রোহিত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আর নাও খেলতে পারেন।

ইতিমধ্যেই রোহিতের বয়স ৩৬ পেরিয়েছে। তার উপর আবার ২০২৫ সালে আইপিএলের মেগা নিলাম আয়োজিত হবে। নিয়ম অনুযায়ী যে কোনও ফ্র্যাঞ্চাইজি মেগা নিলামের আগে সর্বাধিক চার ক্রিকেটারকে ধরে রাখতে পারবে যার মধ্যে তিনজন ভারতীয় এবং একজন বিদেশি। নেতৃত্ব বদলের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে মুম্বই ইন্ডিয়ান্স রোহিতকে মধ্যমণি করে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে না। তাঁর বয়সও হয়েছে। তাই পল্টনরা তাঁরা আদৌ আর রিটেন করবে কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।

রোহিত কিন্তু অতীতে জানিয়েছিলেন যে তিনি মুম্বই ইন্ডিয়ান্স বাদে অন্যত্র আর খেলতে আগ্রহী নন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নির্মম তথা পেশাদার দুনিয়ায় রোহিত কি অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে বাধ্য হয়েই খেলতে নামবেন? সেটা কিন্তু সময়ই বলবে। তবে মুম্বইয়ের নেতৃত্ব বদল কিন্তু সেই জল্পনাকে উস্কে দিচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: ধোনির বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ এনেছিলেন, এবার জেল হতে চলেছে সেই আইপিএস অফিসারের