IPL Auction: Uncertainty Over Availability Of Bangladesh Players For IPL 2024

ঢাকা: আগামী আইপিএলে (IPL 2024) কি দেখা যাবে বাংলাদেশের ক্রিকেটারদের? 

ধন্দ বেড়েছে কারণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) জানিয়েছে, তারা ক্রিকেটার ছাড়া নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। আগামী মঙ্গলবার আইপিএলের নিলাম। সেখানে তিনজন বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠবে। তাস্কিন আমেদ, মুস্তাফিজুর রহমান ও শোরিফুল ইসলাম। সবচেয়ে বেশি ন্যূনতম দর মুস্তাফিজুরের। তাঁর বেস প্রাইস ভারতীয় মুদ্রায় ২ কোটি টাকা। তাস্কিনের বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা। শোরিফুলের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা।              

কিন্তু তাঁরা আদৌ দল পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, জাতীয় দলে খেলার কারণে তাঁদের নাও ছাড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর ক্রিকেটারদের ছাড়া না হলে আগ্রহ হারাতে পারে দলগুলি। কারণ, সব দলই চাইবে এমন ক্রিকেটারদের নিলাম থেকে দলে নিতে, যাঁদের গোটা টুর্নামেন্টে পাওয়া যাবে।

বাংলাদেশ থেকে কোনও ক্রিকেটার যদি ধারাবাহিকভাবে আইপিএলে ভাল খেলে থাকেন, তিনি শাকিব আল হাসান। গতবার তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তাঁর সঙ্গে লিটন দাসকেও দলে নিয়েছিল। কিন্তু শাকিব খেলতে পারেননি। লিটন সুযোগ পেলেও হতাশ করেছেন। এবারের আইপিএল থেকে সরে গিয়েছেন এই দুই ক্রিকেটারই। ২০২৪ সালের আইপিএলের মিনি অকশনের জন্য নাম নথিভুক্ত করেননি শাকিব আল হাসান ও লিটন দাস। তবে দিল্লি ক্যাপিটালস রিটেন না করলেও মুস্তাফিজুর রহমান নিলামে নাম লিখিয়েছেন। তিনি নিজের নূন্যতম দাম রেখেছেন ২ কোটি টাকা।

২৪ মার্চ শুরু হতে পারে আইপিএল। সেই সময়ই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। আগে কথা ছিল শ্রীলঙ্কা দল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বাংলাদেশে যাবে। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলার জন্য সেই সফর পিছিয়ে গিয়েছে। মার্চ মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে যাবে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট এবং তিনটি করে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। তারপরই জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ খেলবে বাংলাদেশ। তাই আইপিএলের সময় ক্রিকেটার ছাড়া নিয়ে টালবাহানা করছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন: জাতীয় দলে খেলেননি, অথচ পাঁচ তরুণকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেতে পারে আইপিএলের নিলামে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে